প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৩ নভেম্বর : গলা কেটে দিয়ে মাইক ম্যানকে খুন ও আরও দু’জনে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত । বুধবার পূর্ব বর্ধমানের কালনা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সুধীর কুমার এই সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্তর নাম খোকন মাঝি।তাঁর বাড়ি কালনা থানার রুকুসপুর গ্রামে। বিচারকের রায়ে খুশি নিহত ও আহতের পরিবার ।
মামলার সরকারী পক্ষের আইনজীবী মলয় পাঁজা জানিয়েছেন,২০১৯ সালের ১১ জুলাই কালনার রুকুসপুর গ্রামের ঝাপানের মেলায় ঘটনাটি ঘটেছিল।ওইদিন স্থানীয় দক্ষিণ দুর্গাপুরের বাসিন্দা অভিজিৎ সিংমা মেলায় মাইক বাজানোর কাজ করছিলেন। হঠাৎ করে বিদ্যুতের ভোল্টেজ কমে যাওয়ার কারণে মাইক বন্ধ হয়ে যায়।তা নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে মেলায় উপস্থিত থাকা রুকুসপুর গ্রামের যুবক খোকন মাঝি । অভিযোগ, মাইক বন্ধ হওয়ায় খোকন ধারালো অস্ত্র নিয়ে মাইকম্যান অভিজিৎ সিংয়ের উপর চড়াও হয়ে। সে ধারালো অস্ত্র দিয়ে অভিজিৎতের গলা কেটে দেয় । তা দেখে অভিজিৎতের দুই সহযোগী রাজীব সিং ও পিকাই হালদার অভিজিৎকে রক্ষা করতে যায়।তখন খোকন তাদের উপরও চড়াও হয়ে ধারালো অস্ত্র চালিয়ে দেয় বলে অভিযোগ। স্থানীয়রা তিন জনকেই উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসক অভিজিৎ সিংকে মৃত বলে জানান।
এই ঘটনা নিয়ে কালনা থানায় অভিযোগ দায়ের করেন নিহত অভিজিৎতের বাবা প্রশান্ত সিং।মামলা রুজু করে তদন্তে নেমে পুলিশ খোকন মাঝিকে গ্রেফতার করে।তদন্ত শেষে আদালতে পুলিশ আদালতে চার্জশিট জমা দেওয়ার পর শুরু হয় বিচার প্রক্রিয়া ।
পুলিশ,চিকিৎসক ও প্রত্যক্ষদর্শী সহ মোট চব্বিশ জনের সাক্ষ্যগ্রহন পর্ব শেষে খোকন মাঝিকে দোষী সাব্যস্ত করা হয়।বুধবার দুপুরে কালনা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। অভিযুক্তের আইনজীবী শুভ্র রায় যদিও এদিন দাবি করেন,তাঁর মক্কেলকে ফাঁসানো হয়েছে।হাইকোর্টের দ্বারস্থ হবেন
বলেও শুভ্র বাবু জানান।।