এইদিন স্পোর্টস নিউজ,২৪ মার্চ : সম্পন্ন হল ষষ্ঠ পূর্ব বর্ধমান জেলা কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫ ৷ আজ সোমবার বর্ধমান শহরের বাদামতলার শ্রী অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় কালনা, কাটোয়া, বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ—এই চারটি মহকুমা থেকে মোট ১২২ জন প্রতিযোগী ৪২টি ইভেন্টে অংশগ্রহণ করে । পদক তালিকায় বর্ধমান সদর উত্তর প্রথম স্থান অর্জন করেছে।ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানশি প্রেমজিত সেন ও সচিব হানশি জয়দেব মণ্ডল-এর নির্দেশনায় এবং বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের পরিচালনায় আজ এই প্রতিযোগিতার আয়োজন করা হয় । টুর্নামেন্টটি একজন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের আন্তর্জাতিক বিচারক এবং ছয়জন ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের জাতীয় বিচারকের তত্ত্বাবধানে পরিচালিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব পিরদাস মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল এন্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সচিব বনবিহারী যশ, বর্ধমান ডিসট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ফুটবল সচিব বিবেকানন্দ সেন, বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের সভাপতি কমল চন্দ্র ঘোষ প্রমুখ।
জেলা ক্যারাটে সংস্থার সচিব রেনশি দেবাশীষ কুমার মণ্ডল বলেন,’এই প্রতিযোগিতার প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা রাজ্য ক্যারাটে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে। গত বছরের মতো এবারও রাজ্য, জোনাল এবং জাতীয় স্তরের অফিসিয়াল ক্যারাটে প্রতিযোগিতায় জেলার খেলোয়াড়দের সাফল্য নিয়ে আমরা আশাবাদী।’ এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার ক্যারাটে খেলোয়াড়দের আগামী উচ্চস্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি ও সম্ভাবনা আরও দৃঢ় হলো বলে মনে করছেন তিনি ।।