এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ আগস্ট : আজ বুধবার ২৭ অগাস্ট, ভারতীয় সময় সকাল ৯টা ৩১ থেকে ভারতের ওপর আমেরিকার অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক (Tariff) চাপানো কার্যকর হয়ে গেছে । এখন সব মিলিয়ে আজ থেকে ভারতীয় পন্যের ওপর আমেরিকায় ৫০ শতাংশ আমদানি শুল্ক শুরু হয়ে গেল । কিন্তু এর প্রভাব অন্যান্য রাজ্যে পড়লেও পশ্চিমবঙ্গে পড়বেনা বলে জানিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল এবং হিন্দুত্ববাদী লেখক তথাগত রায় । কেন ভারতের ওপর আমেরিকার ৫০% শুল্ক আরোপের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি ।
তথাগত রায় এনিয়ে এক্স-এ লিখেছেন,”ঈশ্বরকে ধন্যবাদ, ট্রাম্পের শুল্ক বৃদ্ধি আমার রাজ্য পশ্চিমবঙ্গের কোনও শিল্পকে প্রভাবিত করবে না। কারণ ৩৪ বছরের বাম শাসন এবং ১৪ বছরের মমতার শাসনের পরে, পশ্চিমবঙ্গে কার্যত কোনও শিল্প অবশিষ্ট নেই।”
প্রসঙ্গত,রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে বলে অভিযোগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । রাশিয়া থেকে তেল না কেনার জন্য ভারতকে হুমকি দেন তিনি । তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, এরপরও রাশিয়া থেকে তেল কিনলে ভারতীয় পন্যের ওপর আমেরিকা চড়া শুল্ক আরোপ করবে। কিন্তু আমেরিকার ওই হুমকিকে উপেক্ষা করে ভারত জানায় দেশের স্বার্থে কোন চাপের কাছে মাথা নত করবে না । এরপর ২৫ শতাংশ করে দুইবারে মোট ৫০ শতাংশ শুল্ক চাপায় ট্রাম্প প্রশাসন।
মঙ্গলবার ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানো নিয়ে সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করছে হোয়াইট হাউস । সেখানে জানানো হয়েছে, বুধবার থেকে আমেরিকায় রপ্তানি করা ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক নেওয়া হবে। এদিকে ট্রাম্প প্রশাসনের ৫০ শতাংশ শুল্ক ও ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার আবহে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থ ও বাণিজ্যমন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন।বৈঠকে বর্তমান অবস্থায় আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকা এবং আর্থিক বৃদ্ধির গতি ধরে রাখার বিষয়ে বিকল্প পথ নিয়ে আলোচনা হয়েছে।
মনে করা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর ফলে প্রায় ৪০০০ কোটি ডলার বা প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার রপ্তানি ধাক্কা খাবে। তবে দেশের ভেতরের বাজারে কেনাকাটা বাড়ালে সেই ধাক্কা সামাল দেওয়া যেতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি নতুন লগ্নি টানার রাস্তা খুললেও শুল্ক ধাক্কা কিছুটা সামলানো যেতে পারে বলে মত ভারতীয় অর্থনীতিবিদদের।।