এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০২ সেপ্টেম্বর : ফের টার্গেট কিলিং-এর ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরে । এবার পশ্চিমবঙ্গের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিককে নিশানা করল সন্ত্রাসবাদীরা । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার উগারগুন্ড এলাকায় । মুনিব-উল-রহমান নামে ওই পরিযায়ী শ্রমিককে পুলওয়ামা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এদিকে পুলিশ ও নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখে সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে । পাশাপাশি সিসিটিভি ফুটেজের সুত্র ধরে সন্ত্রাসবাদীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে নিরাপত্তাবাহিনী ।
পুলিশ জানিয়েছে,পশ্চিমবঙ্গের বাসিন্দা আব্দুল কাবের ছেলে মুনিব-উল-রহমান দীর্ঘদিন ধরে উগারগুন্ড এলাকায় বসবাস করে আসছিলেন । এদিন সককলে তিনি কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ সন্ত্রাসবাদীরা তাকে ঘিরে ধরে । কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা মুনিবকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় । মুনিবের শরীরে একাধিক গুলি লাগে । তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন । পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।
উল্লেখ্য,সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মীরে ২৬ টি টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটেছে । নিহতদের অধিকাংশ পরিযায়ী শ্রমিক । কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বিগত ৮ মাসে কাশ্মীরে বিভিন্ন এনকাউন্টারে ১৪০ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। এর মধ্যে ৩৬ জন বিদেশি সন্ত্রাসবাদী ।।