এইদিন ওয়েবডেস্ক,ওয়াজিরিস্তান,০৫ জানুয়ারী : আধুনিক ধাঁচে চুল কাটার অপরাধে পাকিস্তানের ৬ নাপিতকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা । ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার(২ জানুয়ারী ২০২৪) আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী শহরে । পাকিস্তানি পুলিশ কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে যে মৃতরা স্থানীয় বাজারে বেশ কয়েকটি সেলুনে কাজ করত, তাদের একদিন আগে অপহরণ করা হয়েছিল এবং মঙ্গলবার তাদের মৃতদেহ কাছাকাছি একটি এলাকায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে । ঘটনার সাথে জড়িত অজ্ঞাত ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।
২০১৪ সালে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের তাড়ানোর আগে পর্যন্ত মীর আলি এলাকাটি তাহরীক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটি হিসেবে কাজ করেছিল। গত বছর,এই সন্ত্রাসী গোষ্ঠী দাড়ি কাটা এবং পশ্চিম- এলাকায় শৈলী চুল কাটার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল । এই হত্যাকাণ্ডের পিছনে টিটিপি জড়িত কিনা তা স্পষ্ট নয় । এদিকে একসাথে ৬ নাপিতকে নির্মমভাবে হত্যার পর পাকিস্তানের নাপিতরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে।
প্রদঙ্গত,পাকিস্থানে বহু ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন সক্রিয় রয়েছে । তাদের একটাই লক্ষ্য পাকিস্তানে শরিয়া শাসন ব্যবস্থা লাগু করা এবং ‘গজবা-এ-হিন্দ’ করা । ইসলামি শরিয়া অনুযায়ী পুরুষদের জন্য চুল ও দাড়ি ছাঁটা পাপ । যেসমস্ত নাপিত মুসলিম পুরুষদের চুল ছাঁটে,শরিয়া অনুযায়ী তারাও পাপি । আর এই পাপের সাজা স্বরূপ মৃত্যুদণ্ডের শাস্তির বিধান রয়েছে বলে দাবি করা হয় ।।