এইদিন ওয়েবডেস্ক,বার্লিন,১০ মার্চ : জার্মানির হামবুর্গে (Hamburg) সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার রাত্রি ৯ টা নাগাদ হামবুর্গের গ্রস বোর্স্টেল (Gros Borstel) জেলার একটি যিহোবার সাক্ষী কেন্দ্রে(Jehovah’s Witness center) নির্বিচারে গুলি চালায় সন্দেহভাজন সন্ত্রাসবাদীরা । গুলিতে অন্তত সাতজন নিহত এবং আটজন আহত হয়েছে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। একজন সন্দেহভাজন বন্দুকধারীকে কমিউনিটি সেন্টারে মৃত অবস্থায় পাওয়া গেছে ।
পুলিশের মতে, এই ঘটনায় এক বা একাধিক অজানা অপরাধী জড়িত । বিল্ডিংয়ের চারপাশের রাস্তাগুলি বন্ধ করে আততায়ীদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে । স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলটি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । হামবুর্গের মেয়র পিটার চেনচার এই ঘটনাকে “শকিং” বলে অভিহিত করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি তার “গভীর সমবেদনা” জানিয়েছেন । তিনি বলেছেন, ‘জরুরি পরিষেবাগুলি অপরাধীদের খুঁজে বের করতে এবং হামলার কারন খোঁজার চেষ্টা চালাচ্ছে ।’।