এইদিন ওয়েবডেস্ক,মানিকচক,২৮ জুলাই : হাতে গোনা আর কয়েক মাস বাকি বিধানসভার নির্বাচন । এমতাবস্থায় বিশেষ সম্প্রদায়ের নিরঙ্কুশ ভোটব্যাংক ধরে রাখা জরুরি । আর সেই ভোটব্যাংক নিশ্চিত করতে মালদার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ‘বেলাগাম তোষামোদি’ রাজনীতি শুরু করে দিয়েছেন বলে অভিযোগ তুলছে বিজেপি । ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি কথিত নির্যাতনের প্রতিবাদে নিজের নির্বাচনী এলাকায় রবিবার ভাষণ দিতে গিয়ে তৃণমূল বিধায়ক বিধায়ক সাবিত্রী মিত্র ফের বলেছে,’‘জঙ্গিরা পর্যটকদের সম্মান করে, তাঁদের মারে না। তাহলে পর্যটকদের মারল কারা ?’ তবে তিনি কেন্দ্র সরকারের কথা উল্লেখ করেননি । কিন্তু তার ইঙ্গিতটা সহজভাবে নেয়নি বিজেপি ।
এদিকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এহেন বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার তাকে “দেশদ্রোহী” তকমা দিয়েছেন । নিজের এক্স হ্যান্ডেলে বিধায়কের মন্তব্যের ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অত্যন্ত চমকে দেওয়া বক্তব্য! মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রি মিত্র প্রকাশ্যে জঙ্গিদের পক্ষে সাফাই দিয়েছেন! তিনি দাবি করেছেন যে — “জঙ্গিরা কখনও পর্যটকদের ক্ষতি করে না” এবং তারা “সবসময় পর্যটকদের সম্মান করে।” এই চমকে দেওয়া বক্তব্যটি পহেলগাম জঙ্গি হামলার পর এসেছে। যেখানে গোটা দেশ নিহত নিরীহ নাগরিকদের পাশে দাঁড়াচ্ছে, সেখানে তৃণমূলের এই নেত্রী জঙ্গিবাদের পক্ষেই সুর চড়াচ্ছেন। এটা কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারিভাবে জঙ্গিদের প্রতি সহানুভূতির অবস্থান?এটা শুধু লজ্জাজনক নয় — এটা সরাসরি দেশদ্রোহী মানসিকতা। যারা জঙ্গিদের পক্ষে কথা বলেন, ভারত কখনোই তাদের ক্ষমা করবে না।’
https://twitter.com/DrSukantaBJP/status/1949740413537104304?t=STpRoUMq2Bsj0UBpGb_K3A&s=19
উল্লেখ্য, গত ২২ মে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। যা নিয়ে তোলপাড় হয় সারা দেশ। এর পেছনে পাকিস্তানের জঙ্গিদের হাত রয়েছে বলে জানায় কেন্দ্র। পালটা প্রত্যাঘাত করে ভারত। অপারেশন সিঁদুর শুরু করে পাকিস্তানে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান পালটা হামলা চালালে ২ দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। গত ১০ জুন দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়। তারপর থেকে আপাতত স্থিতাবস্থা বজায় রয়েছে। এদিকে তৃণমূল দলীয়ভাবে এই হামলার নিন্দা করলেও তাদের দলের একের পর এক নেতা পহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলে বিতর্কের সৃষ্টি করছেন ।।