এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২৯ সেপ্টেম্বর : তিন দিনের সফরে আগামী ৩ অক্টোবর জম্মু ও কাশ্মীর সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ৪ অক্টোবর রাজৌরি এবং ৫ অক্টোবর বারামুল্লায় সমাবেশে যোগ দেবেন তিনি । আর স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে বানচাল করতে উপত্যকায় আতঙ্ক ছড়ানোর জন্য পুরদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীরা । বুধবার রাত্রি প্রায় সাড়ে ১০ টা নাগাদ ডোমেল চকে পেট্রোল পাম্পের কাছে একটি দাঁড়ানো বাসে বিস্ফোরণ ঘটিয়েছিল সন্ত্রাসবাদীরা । বিস্ফোরণে ২ জন আহত হয়েছিল । ফের বৃহস্পতিবার ভোর ৫.৪০ মিনিটে উধমপুর শহরের একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে সন্ত্রাসবাদীরা বিস্ফোরণ ঘটালো । যদিও এই বিস্ফোরণে কোনো হতাহতের খবর নেই । তবে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । জম্মু-কাশ্মীরে এডিজিপি মুকেশ সিং বলেন, ‘বিস্ফোরণে স্টিকি বোম ব্যবহার করা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । ঘটনার তদন্ত চলছে ।’
উল্লেখ্য,জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবারের জন্য শ্রীনগরের বাইরে একটি সমাবেশে ভাষণ দেবেন অমিত শাহ । দলীয় সুত্রে খবর,৩ অক্টোবর সন্ধ্যায় জম্মু পৌঁছাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । ওইদিন স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন । পরের দিন পুজো দিতে রঘুনাথ মন্দিরে যাবেন । পুজো সেরে রাজৌরিতে বিজেপির একটি সমাবেশে যোগ দেবেন । সমাবেশ সেরে সন্ধ্যার দিকে শ্রীনগরের ফিরে আসবেন । এরপর ৫ অক্টোবর বারামুল্লায় দলীয় সমাবেশে ভাষণ দেবেন অমিত শাহ ।।