এইদিন ওয়েবডেস্ক,কঙ্গো,১৫ জুন : ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে (ডিআরসি) মহিলা ও শিশুসহ ১২ জনকে শিরোচ্ছেদ করে হত্যা করল অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) নামে একটি ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন । ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে । বুকোকোমা(Bukokoma) এলাকার একজন প্রশাসক কাতাঙ্গা মাতেতে (Katanga Matete)ফরাসি প্রেস এজেন্সিকে বলেছেন যে জঙ্গিরা ঘরের দরজা খুলে ভিতরে ঢোকে এবং হ্যাচেট ও ছুরি দিয়ে ১২ জনকে শিরচ্ছেদ করে । স্থানীয় রেড ক্রস কর্মকর্তা আলবার্ট এনডুঙ্গো (Albert Ndungo) বলেছেন, চার মহিলা ও শিশুসহ ১২ জনকে ধারালো অস্ত্র দিয়ে শিরোচ্ছেদ করে হত্যা করা হয়েছে ।
প্রসঙ্গত,বছরের পর বছর ধরে, কয়েক ডজন সশস্ত্র সন্ত্রাসবাদী সংগঠন ডিআরসি-তে প্রধানত খ্রিস্টানদের নরসংহার চালিয়ে আসছে । এই সন্ত্রাসী গোষ্ঠীগুলির মধ্যে সবচেয়ে বড় হল এডিএফ । এটি কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেট (আই এস আই এস)-এর একটি সহযোগী গোষ্ঠী । যাদের লক্ষ্য মধ্য আফ্রিকায় একটি ইসলামী খিলাফত শাসন তৈরি করা ।।

