এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৩ ডিসেম্বর : আফগানিস্তানের একমাত্র শিখ দোকানে গ্রেনেড হামলা চালালো সন্ত্রাসবাদীরা । হামলায় ৬ জন নাগরিক আহত হয়েছে । শনিবার বিকেল ৪ টে নাগাদ এই হামলাটি হয়েছে আফগানিস্তানের নানগারহার প্রদেশে । তালিবানের তথ্য ও সংস্কৃতি প্রধান জানিয়েছেন,এদিন বিকেলে জালালাবাদ শহরের দারমসাল সংলগ্ন এলাকার একটি দোকানকে নিশানা করা হয়েছিল । দোকান লক্ষ্য করে মাইন ছোড়া হয় । আরও দুটি তাজা মাইনও উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে তালিবান ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের কয়েকটি বাড়ি ও দোকানের জানালা ভেঙে যায় ৷ যার ফলে এলাকার বাসিন্দাদের আর্থিক ক্ষতি হয়। সূত্রের মতে, এই বিস্ফোরণের লক্ষ্য ছিল জালালাবাদ শহরের একমাত্র অবশিষ্ট শিখ মাদক ব্যবসায়ী চেরান সিং-এর দোকান ৷ কিন্তু ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না । প্রসঙ্গত,পাকিস্তানি রাষ্ট্রদূতের দূতাবাসের সদর দপ্তরে এবং হিজব-ই-ইসলামির নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের অফিসে গুলি চালানোর ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ওই শিখ দোকানে হামলার ঘটনাটি ঘটেছে ।।