এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৩ মার্চ : কর্ণাটকের বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে (Rameshwaram Cafe) বিস্ফোরণ মামলায় মূল সন্ত্রাসী মহম্মদ শাব্বিরকে (Mohammad Shabbir) গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) । আজ বুধবার ভোররাতে বেল্লারি জেলা থেকে তাকে গ্রেফতারের পর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল ।
গত পয়লা মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণ হয় । বিস্ফোরণে ১০ জন জখম হন । বিস্ফোরক খুব একটা শক্তিশালী না হওয়ায় মৃত্যুর ঘটনা ঘটেনি । ক্যাফের সিসিটিভি ফুটেজে এক মুখে মাস্ক লাগানো সন্ত্রাসবাদীকে কাঁধে ব্যাগ নিয়ে যেতে দেখা যায় । এনআইএ ওই সন্ত্রাসবাদীর ও ভিডিও প্রকাশ করে ১০ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করে । মামলার তদন্তকারী পুলিশ ইতিমধ্যেই সন্দেহভাজন সন্ত্রাসীর সন্ধানে তুমকুর, বেল্লারি এবং কালাবুরাগি জেলা পরিদর্শন করে । অবশেষে আজ ভোরে কর্ণাটকের বেল্লারির বাসিন্দা ওই সন্ত্রাসবাদীকে এনআইএ গ্রেফতার করতে সক্ষম হয় ।।