এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২৭ জুন : মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের কুলগামে এনকাউন্টারে এক সন্ত্রাসবাদীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী । প্রায় ৫ ঘন্টা ধরে এনকাউন্টার অভিযানটি চলে । তবে ওই সন্ত্রাসবাদীর পরিচয় এখনো জানা যায়নি ।মৃত সন্ত্রাসীর কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে । এদিন কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে, কুলগাম জেলার হাওড়া গ্রামে এই এনকাউন্টার হয়েছে। কিছু সন্ত্রাসী লুকিয়ে আছে এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রাখে,সেই সময় জঙ্গিরা গুলি চালায় এবং পালটা গোলাগুলি শুরু হয় । মৃত সন্ত্রাসীর পরিচয় এখনো পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে ।
চলতি মাসের ২ তারিখে ভোর রাতে রাজৌরি জেলাতেও একটি এনকাউন্টার হয়েছিল। যেখানে নিরাপত্তা বাহিনী এক সন্ত্রাসীকে খতম করে । রাজৌরি জেলার দাসাল ফরেস্ট এলাকার দাসাল গুজরানে এই এনকাউন্টার হয় । এর আগে গত মে মাসে রাজৌরি জেলায় একটি এনকাউন্টার অভিযানের সময় পাঁচ সেনা সদস্য শহীদ হন ।।

