এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,০৪ নভেম্বর : ইসরায়েলি হামলা থেকে সাধারণ ফিলিস্থিনি নাগরিকদের ‘মানব ঢাল’ হিসাবে ব্যবহার করছে ইরানের মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠন হামাস । এমনকি ঢাল হিসাবে ব্যবহারের জন্য যুদ্ধ বিধ্বস্ত উত্তর গাজা ছেড়ে ফিলিস্থিনিদের যেতে পর্যন্ত দিচ্ছে না সন্ত্রাসী হামাস । পাশাপাশি জনবহুল এলাকায় ঘাঁটি তৈরি করে ইসরায়েল ডিফেন্স ফোর্সের(আইডিএফ) উপর হামলা চালিয়ে যাচ্ছে ওই সন্ত্রাসী সংগঠনটি । তারা বাদ দিচ্ছে না স্কুলগুলিকেও । এমনই এক স্কুলে হামাসের ঘাঁটি ধ্বংসের জন্য আইডিএফ বিমান হামলা চালালে বেঘোরে মৃত্যু হল ১৫ জন পড়ুয়ার । ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আজ শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে যে আল-খোরা স্কুলে হামলা চালানো হয়, যেখানে হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল বলে দাবি করা হয়েছে । রিপোর্ট অনুযায়ী, এই হামলার ফলে এখনও ৭০ জন আহত হয়েছেন। তবে কোনো হামাস সন্ত্রাসী খতম হয়েছে কিনা তা স্পষ্ট নয় । ইসরাইল এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি।
রাফাহ ক্রসিংয়ে আহতদের নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের উপর বোমা হামলা করে ইসরায়েল বাহিনী । কারন রোগী সেজে অ্যাম্বুলেন্সে চড়ে হামাস সন্ত্রাসীরা মিশরে পালিয়ে যাচ্ছিল ৷ যদিও জাতিসংঘের মহাসচিব ঘটনার নিন্দা করে বিষয়টি “ভয়াবহ” বলে অভিহিত করেন । জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন,’গাজায় অ্যাম্বুলেন্স কনভয়ে বিমান হামলায় আমি ভীত ।’ যদিও ইসরায়েল ও হামাসের যুদ্ধে প্রথম থেকেই জাতিসংঘের মহাসচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল । যুদ্ধ বিরতির প্রস্তাবের সময় হামাসের নাম উল্লেখ না করায় গুতেরেসকে অনেকে কাঠগড়ায় তোলে ।।