এইদিন ওয়েবডেস্ক,মাইদুগুরি,১৮ জুন : নাইজেরিয়ার বোরনো রাজ্যের (Borno State) রাজধানী মাইদুগুরিতে(Maiduguri) সাত কৃষকের শিরচ্ছেদ করে হত্যা করেছে ইসলামপন্থী সন্ত্রাসবাদী গোষ্ঠী বোকো হারামের(Boko Haram) সন্ত্রাসীরা । বৃহস্পতিবার কৃষকরা মাইদুগুড়ি থেকে আনুমানিক ৫ কিলোমিটার দূরে মোলাই গ্রামে একটি খামারে কাজ করছিলেন, যখন সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় । স্থানীয় কৃষকদের নিরাপত্তা ও সুরক্ষা তদারকির দায়িত্বে থাকা নাইজেরিয়ার যুব ও ক্রীড়া বিষয়ক প্রাক্তন কমিশনার সাইন্না বুবা প্রিমিয়াম টাইমসকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান,শুক্রবার সকালে মৃত কৃষকদের কবরস্থ করা হয়।
ভিজিলান্ট গ্রুপের সদস্য সিভিলিয়ান-জেটিএফ, আবুদুলমুমিন বুলামা(Abudulmumeen Bulama) বলেন, গোলাগুলির মাঝে একজন কৃষক পালিয়ে যেতে সক্ষম হন এবং তিনি গ্রামে ফিরে ঘটনার কথা জানান । অনেক পরে আমরা ঘটনাস্থলে পৌঁছাই । পৌঁছানোর পরে আমরা একটি ভয়ঙ্কর দৃশ্য দেখি । কিছু মানুষের গলা পেছন থেকে কেটে ফেলা হয়েছিল, অন্যদের সম্পূর্ণ শিরশ্ছেদ করা হয়েছিল । এই দৃশ্য দেখে আমি চোখের জল আটকাতে পারিনি ।’ এলাকার কৃষকরা জানিয়েছেন, এই হত্যাকাণ্ড তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে । প্রসঙ্গত,এই ঘটনাটি এই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর ধারাবাহিক সহিংস হামলার মধ্যে সর্বশেষ ঘটনা ।
গত এক দশকে, বোকো হারাম হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং লক্ষ লক্ষ লোককে বাস্তুচ্যুত করেছে ।।