এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১১ নভেম্বর : ‘আফগানিস্তানে দুই দশকে অর্জিত অগ্রগতি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে তালিবানরা । শিয়া, হাজার, সুফি, হিন্দু এবং শিখ প্রভৃতি সংখ্যালঘুর উপর সন্ত্রাসবাদী হামলা হচ্ছে । আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ।’ জাতিসংঘের সাধারণ পরিষদে একথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী সদস্য নাসির আহমদ ফাইক (Naseer A. Faiq) ।
ফাইকের মতে, আফগানিস্তানে প্রাক্তন নিরাপত্তা বাহিনী, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিক্ষোভকারীদের প্রকাশ্য রাস্তায় মেরে ফেলা হচ্ছে, সমষ্টিগত শাস্তি এবং কিছু জাতিগোষ্ঠীর জোরপূর্বক বাস্তুচ্যুতি, মানবাধিকার লঙ্ঘন এবং নির্বিচারে গ্রেফতারি অব্যাহত রয়েছে।
জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী মিশনের প্রধান বলেছেন,তালিবানরা আফগান জনগণের অধিকার লঙ্ঘন করেছে । মহিলা,মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের স্বাধীনতা ক্রমবর্ধমানভাবে দমন করা হচ্ছে । নারী ও মেয়েদের মৌলিক অধিকার এবং স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে । কর্মসংস্থান এবং শিক্ষার অধিকার নেই । আফগানিস্তানের সমাজ ও অর্থনীতি মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে ।’
ফাইক বলেছেন যে তালিবানরা আফগানিস্তান দখল করার পরে, দেশটি ক্রমবর্ধমান মানবিক, অর্থনৈতিক এবং সামাজিক সংকট প্রত্যক্ষ করেছে । গত বছরে আফিম চাষ ৩২ শতাংশ পর্যন্ত বেড়েছে । বর্তমানে আফগানিস্তানে ২৪.৪ মিলিয়ন মানুষের এখন মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে ।
তিনি বলেছেন,বর্তমান সঙ্কট মোকাবেলায় তালিবানদের মধ্যে সদিচ্ছার অভাব আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানকে আরও বিচ্ছিন্ন করে দিয়েছে । তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানি নারী ও মেয়েদের পরিস্থিতির দিকে মনোযোগ দিতে অনুরোধ জানিয়ে বলেন,তাদের অধিকারের সাথে আপস না করে মানসম্মত শিক্ষা প্রদানের ব্যাবস্থা করুক জাতিসংঘ ।
ইতিপূর্বেও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে আফগানিস্তানের পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছিলেন নাসির আহমদ ফাইক । আফগান মহিলাদের প্রতি নিয়মতান্ত্রিক লিঙ্গ বৈষম্য এবং তাদের সমাজের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার জন্য তালিবানের তীব্র সমালোচনা করতে দেখা গিয়েছিল তাঁকে ।।