এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,২৩ অক্টোবর : ইসলামি দেশ তুরস্কের রাজধানী আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দফতরে মারাত্মক সন্ত্রাসী হামলা হয়েছে ৷ বহু হতাহতের ঘটনা ঘটেছে ৷ সন্ত্রাসীরা প্রচুর কর্মীকে পনবন্দি করে রেখেছে ৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে একজন মহিলা সন্ত্রাসীকেও দেখা গেছে ৷ তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আঙ্কারায় বিমান সংস্থার সদর দফতরে সন্ত্রাসী হামলায় একাধিক ব্যক্তি নিহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন । তুর্কির বিশেষ বাহিনীর একটি হেলিকপ্টার আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দফতরে সশস্ত্র হামলার স্থানের কাছে অবতরণ করেছে । বর্তমানে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি চলছে । মহাকাশ সংস্থার সদর দফতরের প্রবেশদ্বারে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে নামে একটি ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনকে এই মুহূর্তে তুরস্কের রাজধানী শহর আঙ্কারায় সন্ত্রাসী হামলার মূল সন্দেহভাজনদের মধ্যে ধরা হচ্ছে । তবে ইসলামি স্টেট (আইএসআইএস),এফইটিও এবং পিকেকে নামে প্রভৃতি কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনগুলি এই হামলায় জড়িয়ে থাকতে বলেও মনে করা হচ্ছে । উল্লেখ্য,তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ হেলিকপ্টার, ড্রোন তৈরি করে এবং এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকিকরণ করে ।এছাড়া সেনাবাহিনীর জন্য বিভিন্ন সমরাস্ত্রও তৈরি করে ওই সংস্থা ।।