এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০২ জুলাই : আমেরিকার স্প্যানিশ ফর্ক শহরের ইসকনের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে (ISKCON Sri Sri Radha Krishna Temple in Spanish Fork) সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । রাতের অন্ধকারে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে অজ্ঞাত সন্ত্রাসীরা৷ পুলিশ ও মন্দির কর্তৃপক্ষের অনুমান, এটি পূর্বপরিকল্পিত অপরাধ। ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়।
ইসকনের তরফে জানানো হয়েছে, গত কয়েক রাত ধরে মন্দির চত্বরে ২০ থেকে ৩০টি গুলি ছোড়া হয়েছে। গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দিরের বেশ কিছু মূল্যবান কাঠের কারুকার্য ও স্থাপত্য। ঘটনার সময় মন্দিরের ভিতরে ভক্ত ও অতিথিরা উপস্থিত ছিলেন। কোনও প্রাণহানির খবর না থাকলেও, বহু মানুষের জীবন বিপন্ন হতে পারত বলে মনে করা হচ্ছে। এই হামলার নেপথ্যে খালিস্তানি সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে ।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে সান ফ্রান্সিসকোতে থাকা ভারতের কনসুলেট জেনারেল (Consulate General of India in San Francisco)। এক্স-এ দেওয়া বার্তায় জানিয়েছে,’আমরা উটাহর স্প্যানিশ ফর্কের ইসকন মন্দিরে গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাই। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আমরা স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।’
এর আগেও, চলতি বছরের মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের বিখ্যাত বিপিএস (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) মন্দিরে ভাঙচুর চালানো হয়েছিল। সেই ঘটনার সঙ্গে ‘খালিস্তান গণভোট’-এর যোগ ছিল বলে অভিযোগ। স্থানীয় হিন্দু সংগঠনগুলো বারবার এ ধরনের হামলার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে এসেছে।
গত বছর সেপ্টেম্বরে স্যাক্রামেন্টো শহরের আরেকটি হিন্দু মন্দিরেও (Hindu Temple) একই ধরনের হামলা হয়। সেই সময় মন্দিরের দেওয়ালে লেখা হয়েছিল ‘হিন্দুরা ফিরে যাও’। এইসব ঘটনার পরও হিন্দু সমাজ শান্তি ও সহমর্মিতার বার্তা দিয়ে একতা ধরে রাখার কথা বলেছে।
ক্রমাগত এই হামলাগুলিকে ঘিরে উদ্বেগ বাড়ছে উত্তর আমেরিকার (America) হিন্দুদের মধ্যে। সম্প্রদায়ের নেতারা বলছেন, হিন্দুদের মন্দিরগুলি বারবার টার্গেট হওয়া খুবই চিন্তার বিষয়। প্রশাসনের তরফে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে সর্বত্র।।

