এইদিন ওয়েবডেস্ক,বেলগাঁও,০২ নভেম্বর : শনিবার কর্ণাটকের বেলগাঁওয়ের কুন্দনগরীতে কন্নড় রাজ্যোৎসব শোভাযাত্রা চলাকালীন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । সন্ত্রাসীরা শোভাযাত্রায় ঢুকে হঠাৎ করে পূণ্যার্থীদের ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে । ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে ৫ জন । তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বেলগাঁওয়ের এপিএমসি থানার সীমানায় ।
জানা গেছে,বেলগাঁও শহরের সদাশিব নগরের লক্ষ্মী কমপ্লেক্সের কাছে এই ঘটনাটি ঘটে। যখন একদল যুবক ভুবনেশ্বরী মূর্তি বহন করে নাচছিল,সেই সময় কয়েকজন সন্ত্রাসী ভিড়ের মধ্যে ঢুকে পড়ে আচমকা ছুরি ও লাঠি দিয়ে হামলা চালায় । রক্তাক্ত অবস্থায় যুবকরা মাটিতে পড়ে যায় এবং সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহতরা হলেন গুরুনাথ ওয়াক্কুন্ডা, শচীন কাম্বলে, লোকেশ বেতাগেরি, মহেশ বিনায়ক এবং নাজির পাঠান। তাদের মাথা, পেট এবং পিঠ সহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়েছে ।আহতদের তাৎক্ষণিকভাবে বেলগাঁও জেলা হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। নগর পুলিশ কমিশনার ভূষণ ভোরাসে হাসপাতাল পরিদর্শন করেন এবং আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।।

