এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১০ জুন : রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় হিন্দু পূণ্যার্থীদের বহনকারী একটি বাসে হামলা চালায় সন্ত্রাসীরা । হামলায় ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন হলেন বলরামপুরের বাসিন্দা রুবি ও অনুরাগ ভার্মা । রিয়াসির এসএসপি জানিয়েছেন, অন্তত ৩৩ জন মানুষ আহত হয়েছে । তারা উত্তরপ্রদেশের বাসিন্দা । সন্ত্রাসবাদীরা শিশুদের পর্যন্ত রেহাই দেয়নি । আহতদের মধ্যে ৩৩ জনের মধ্যে রয়েছে গোন্ডা থেকে ৯ জন, বলরামপুর থেকে ৬ জন, নয়ডা থেকে ২ জন গোরখপুর থেকে ২ জন,বারাণসী থেকে ২ জন, মিরাট থেকে ৩ জন , বারানপুর থেকে ১ জন এবং ইউপির অনান্য এলাকার ৮ জন বাসিন্দা । তার মধ্যে অন্তত ৫ জন শিশু রয়েছে । যাদের বয়স ৩ থেকে ৬ বছর ।
ঘটনার বিবরণে জানা গেছে,রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় তীর্থযাত্রীদের বহনকারী একটি ৫৩ আসনের বাস শিব খোরি মন্দির থেকে কাটরা যাওয়ার পথে যখন সন্ত্রাসবাদীরা গুলি চালায়।সন্ত্রাসীরা বাসটি লক্ষ্য করে অন্তত ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি চালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা । যার মধ্যে একটি গুলি বাস চালককেও লাগে। চালক গুলিবিদ্ধ হওয়ার পর বাসটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় । গুলিবিদ্ধ হয়ে এক শিশুসহ ৯ জনের মৃত্যু হয় । নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে।।