এইদিন ওয়েবডেস্ক,ইসরায়েল,০৩ মার্চ : আজ সোমবার উত্তর ইসরায়েলি শহর হাইফায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । শহরের একটি বাস স্টেশনে হামলায় প্রায় ৭০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে এক কিশোরসহ ৪ জন । হাইফা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ১৫ বছর বয়সী ওই কিশোর রামবাম মেডিকেল সেন্টারে অস্ত্রোপচার করা হয়েছে এবং এখন তার অবস্থা স্থিতিশীল এবং শিশু নিবিড় পরিচর্যা ইউনিটে সেরে উঠছে, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মিশাল মেকেল জানিয়েছেন। হামলায় আহত আরও তিনজনের অবস্থা মাঝারি।
হাইফা পুলিশের মুখপাত্র আরিয়েহ ডোরন বলেছেন, হাইফায় আজ সকালে যে সন্ত্রাসী ছুরিকা দিয়ে প্রাণঘাতী হামলা চালিয়েছে সে একজন ইসরায়েলি নাগরিক। পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতের পরপরই হামলাকারীকে খতম করা হয়েছে। মনে করা হচ্ছে যে বাস স্টেশনের একজন নিরাপত্তারক্ষী তাকে গুলি করে হত্যা করেছে। প্রতিবেদন অনুসারে, প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সন্ত্রাসীর বয়স প্রায় ২০ বছর এবং সে উত্তরাঞ্চলীয় শহর শফার’আম থেকে বাস স্টেশনে এসেছিল। হাইফা বাস স্টেশনের প্রবেশপথের কাছে এই হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি ।।