এইদিন ওয়েবডেস্ক,ম্যানচেস্টার,০২ অক্টোবর : ব্রিটিশ শহর ম্যানচেস্টারের ক্রাম্পসলে হিটন পার্ক হিব্রু মণ্ডলীর ইহুদিদের উপাসনালয়ের সিনাগগে ইসলামি উদ্বাস্তু সন্ত্রাসীর দ্বারা হামলার ঘটনা ঘটেছে । আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ এক সন্ত্রাসী ২ জন ইহুদিকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করে৷ গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৩ জন । ব্রিটিশ স্কাই নিউজ জানিয়েছে,ম্যানচেস্টারের ক্রাম্পসল এলাকায় এক সন্ত্রাসী এই হামলা চালিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী,পুলিশ হামলাকারী সন্ত্রাসী ইয়োম কিপ্পুরেকে গুলি করেছে এবং তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে ।প্রতিবেদনে বলা হয়েছে যে হামলার সময় বেশিরভাগ মানুষ প্রার্থনা করছিলেন। হামলার উদ্দেশ্য এখনও নির্ধারণ করা হয়নি এবং হামলাকারী সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কাইর স্টারমার এই হামলাকে “ভয়াবহ” বলে অভিহিত করেছেন।।