এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ জানুয়ারী : রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ,গরু পাচারের পর রেশন দুর্নীতি মামলা নিয়ে সরগরম রাজ্য । তবে সব কিছুকে ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি থানার সরবেড়িয়া গ্রামে স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখের ‘রোহিঙ্গা বাহিনী’র দ্বারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা । বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোস । শোনা যাচ্ছে যে রাজ্যপাল রাজ্যের ডিজিপিকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে শাহজাহান শেখকে গ্রেফতার করার জন্য । শুধু তাইই নয়,এমনকি তিনি ডিজিপিকে জানিয়েছেন, ইডি-র কাছে তিনি জানতে পেরেছে যে শাহজাহান শেখের সঙ্গে সন্ত্রাসী যোগসূত্র রয়েছে । রাজভবন থেকে শনিবার গভীর রাতে রাজ্য পুলিশের কর্তাকে শাহজাহান শেখ সম্পর্কে এই কথা বলা হয়েছে বলে জানা গেছে । এমনকি শাহজাহান বাংলাদেশে পালিয়ে গেছে বলেও রাজ্যপালের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ।
যদিও রাজ্যপালের এই মন্তব্য খন্ডন করেছে ক্ষিপ্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । তৃণমূল কংগ্রেসের জবাব, রাজ্যপালের সমান্তরাল প্রশাসন চলবে না ।মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন,প্রমাণ ছাড়াই এই প্রকার অভিযোগ তোলা হচ্ছে । বিজেপির দাবি, ইডি আধিকারিকদের মারধর করার বিষয়ে পুলিশ ব্যবস্থা না নিলে কেন্দ্রের হস্তক্ষেপ করা উচিত । এদিকে শাহজাহান শেখের পরিবারের অভিযোগের পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধে মহিলাদের অপমান সহ গুরুতর অভিযোগে তিনটি মামলা দায়ের করেছে বলে খবর । তবে ইডির কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ।
এদিকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন আহত ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করল রাজ্য পুলিশ । আজ রবিবার হাসপাতালে আসেন বসিরহাট পুলিশ জেলার ডিএসপি সানন্দা গোস্বামী । তিনি হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, আধিকারিকরা এখন ভাল আছেন। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে।হাসপাতাল থেকে বেরিয়ে এদিন ডিএসপি যান সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে। এদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ইডির আক্রান্ত দুই আধিকারিক অঙ্কুর গুপ্ত, সোমনাথ দত্তকে ।।