এইদিন ওয়েবডেস্ক,বারামুল্লা(জম্মু-কাশ্মীর),২১ এপ্রিল : বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার পারিসওয়ানি (Pariswani) এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে এক লস্কর-ই-তৈবা জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর । আহত হয়েছে তিন জওয়ানসহ ৪ জন । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গেছে,পারিসওয়ানি এলাকার একটি বাড়িতে কয়েকজন সন্ত্রাসবাদীর লুকিয়ে থাকার খবর আসে এদিন । আর এই খবর পেতেই সেনা,সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এসওজিসহ যৌথবাহিনী গোটা এলাকাটি ঘিরে ফেলে । আর এর পরেই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা । পালটা গুলিতে খতম হয় এক জঙ্গি । মৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গোলাবারুদ সহ অপরাধমূলক সামগ্রী । এলাকায় এখনও ৩ জঙ্গি আত্মগোপন করে আছে বলে খবর । নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার অভিযান চলছে ।
কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন,জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় এনকাউন্টারে তিন সেনা এবং একজন সাধারন মানুষ সামান্য আহত হয়েছেন । তাদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।।