এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০২ মার্চ : শুক্রবার দুপুর দেড়টা নাগাদ বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার আইটিপিএল রোডে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে । সেই ঘটনায় মোট ৯ জন আহত হয়। কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার বিষয়টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ বলে দাবি করেছিল প্রথম থেকে । কিন্তু বেঙ্গালুরু দক্ষিণ কেত্রার বিজেপি সাংসদ তেজস্বী সূর্য সন্দেহ প্রকাশ করে বলেছিলেন যে এটি সন্ত্রাসী হামলা । অবশেষে তার আশঙ্কাই সত্যি হল । কর্নাটক পুলিশ জানিয়েছে যে এটি সিলিন্ডার বিস্ফোরণ নয়, একটি বোমা বিস্ফোরণ ছিল এবং বিস্ফোরণে আইইডি কাজে লাগানো হয় । পুলিশে ইউএপিএ আইন ১৯৬৭,এবং বিস্ফোরক পদার্থ আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে ।
এখন এই মামলার সর্বশেষ আপডেট হল এই যে বিস্ফোরণের অভিযুক্তের সম্পর্কে অনেক ক্লু পাওয়া গেছে। অভিযুক্তের বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানা গেছে । ওই সন্ত্রাসবাদী বিস্ফোরণের আগে ক্যাফে থেকে রাভা ইডলির একটি কুপনও নিয়েছিলেন। সিসিটিভিতে ধরা পড়েছে অভিযুক্তের চেহারা । এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত যুবক একটি ব্যাগে বোমা ভরে ক্যাফের কাছে একটি গাছের কাছে ফেলে রেখে যায় এবং বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসী বিস্ফোরণের জন্য একটি টাইমার সেট করেছিল । তবে এটি ছিল কম তীব্রতার বিস্ফোরণ ।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই সন্ত্রাসবাদী বাস থেকে নেমে ক্যাফেতে আসে । তার পুরো মুখ সিসিটিভিতে ধরা পড়েছে । তাকে ধরতে ৭ থেকে ৮ টি দল গঠন করা হয়েছে ।
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই ক্যাফেতে বিস্ফোরণ নিয়ে বিবৃতি দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া । তিনি বলেছেন যে এটি একটি ইম্প্রোভাইজড বিস্ফোরণ ছিল বলে বলা হচ্ছে। বিস্তারিত জানার জন্য আমাদের আরও তদন্তের জন্য অপেক্ষা করতে হবে। তিনি বলেছেন, অভিযুক্তের শাস্তি হবে ।
এদিকে, কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা এবং ডিজিপি অলোক মোহন বেঙ্গালুরু বিস্ফোরণস্থলে পৌঁছেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী এবং রাজ্যপাল শুক্রবার রাত ৯ টার দিকে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান ।
রেস্টুরেন্ট বিস্ফোরণের ঘটনায় যে ৯ জন আহত হয়েছেন তারা হলেন, ফারুক (১৯ বছর, হোটেল স্টাফ), দীপাংশু (২৩ বছর, অ্যামাজন কর্মী), স্বর্ণম্বা (৪৯ বছর,শরীরের ৪০ শতাংশ পুড়েছে), মোহন (৪১ বছর), নাগাশ্রী (৩৫ বছর), মমি (৩০ বছর)। বলরাম কৃষ্ণান (৩১ বছর), নব্য (২৫ বছর), শ্রীনিবাস (৬৭ বছর) বলে জানানো হয়েছে ।।