এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ জুলাই : কলকাতা হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও পঞ্চায়েত ভোটে বুথে নিরাপত্তা দিতে কার্যত ব্যর্থ হল রাজ্য নির্বাচন কমিশন । আজ শনিবার ভোটগ্রহণ শুরুর পর থেকেই খুন, বোমাবাজি,ব্যালট বাক্স লুট,দেদার ছাপ্পা ভোট,সংঘর্ষ-কিছুই বাকি রইল না । উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় দেখা গেল এই চিত্র । কোচবিহার-১ নম্বর ব্লকের ফলিমারীতে বিজেপির পোলিং এজেন্ট মহাদেব বিশ্বাসকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে । মালদহের মানিকচকে ব্যাপক বোমাবাজি । নিহত এক তৃণমূল কর্মী। অভিযোগের তির কংগ্রেসের দিকে । নদিয়ার চাপড়ায় গুলি লেগে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর ।উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে খুন হলেন আবদুল্লাহ নামে এক নির্দল সমর্থক ।
কোচবিহারে দলীয় কর্মী খুনের ঘটনার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে তৃণমূলের গুন্ডাবাহিনী খুন করল। এই কারণেই কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরোধিতা করছিলেন যাতে তার গুন্ডারা বিরোধী কার্যকর্তাদের হত্যা করতে পারে?’ তিনি আরও লিখেছেন,’উত্তর ২৪ পরগনা জেলার একটি ড্রেন থেকে ব্যালট বাক্স উদ্ধার করেছে পুলিশ ৷পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে নিয়ে এমন প্রকাশ্য উপহাস দেশের কোথাও আমরা দেখিনি।
চারিদিকে লুট হচ্ছে ব্যালট বক্স,মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা,ভোটার থেকে ভোট কর্মী সকলেই আজ আতঙ্কিত তৃণমূলের সন্ত্রাসে ! রাজ্য নির্বাচন কমিশন ঘুমিয়ে আছে ঠান্ডা ঘরে মেরুদন্ড বন্ধক রেখে মুখ্যমন্ত্রী মমতার কাছে ।’
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ভোটে হিংসার খণ্ডচিত্র
পূর্ব বর্ধমান :-ভাতারের বলগোনা গ্রামের ৭৪ এবং ৭৫ নম্বর বুথে তৃণমূল কর্মীদের সঙ্গে সিপিএম-কংগ্রেস জোটের দফায় দফায় অশান্তি ।ভাতারের কালীটিকুরিতে ৪২ নম্বর বুথ দখলের চেষ্টার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে । এনিয়ে সিপিএম ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে প্রায় ২০ মিনিট বন্ধ ভোটগ্রহণ পর্ব বন্ধ থাকে । ভাতার থানার বড়বেলুন গ্রামের ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮ এবং ৯৯ নম্বর বুথে বিরোধী দলের এজেন্টদের ঢুকতে বাধা এবং অবাধে ছাপ্পার অভিযোগ ।এজেন্ট বসানোকে কেন্দ্র করে খণ্ডঘোষ থানার লোদনা পঞ্চায়েতের বামুনাড়ী গ্রামের ১১৪ নং বুথ এলাকায় সিপিএম ও তৃণমূলের তুমুল সংঘর্ষ । সংঘর্ষে জখম উভয়পক্ষের ১০ জন । তাঁদের মধ্যে ৬ জন খণ্ডঘোষ হাসপাতালে চিকিত্সাধীন । এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বর্ধমান হাসপাতালে ভরতি করা হয়েছে । আউশগ্রামের-২ নম্বর ব্লকের রাজিবুল হক নামে ওই সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে । বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে আহত হয়েছিলেন তিনি । রায়নায় সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । জখম হয়েছে ৪ জন । কেতুগ্রামের ২ নম্বর ব্লকের তরণী সেনপাড়ার ২৫৬ নম্বর বুথে বিরোধী দলের এজেন্টকে ঢুকতে বাধা । গীধগ্রাম ২৬৭ নম্বর বুথ, সরগ্রাম অঞ্চলের পুইনি গ্রামে ২৭২, ২৭৩ নম্বর বুথ ও কাটোয়ার কোশিগ্রামে ২৭১ নম্বর বুথে বিরোধী দলের এজেন্টকে মারধরের অভিযোগ।জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী এদিন বেলা ১টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় ভোট দানের ৩৯.০৬ শতাংশ ।
মূর্শিদাবাদ :-মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ঘনশ্যামপুরে গুলিবিদ্ধ হলেন রেবিনা বিবি নামে এক সিপিআইএম সমর্থক মহিলা । তার বুকে ও হাতে গুলি লাগে । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। মুর্শিদাবাদের লালগোলার জগন্নাথপুর হাইস্কুলের ৫৯ নম্বর বুথের তিনটি ব্যালট বক্স ছিনতাই । বন্ধ ভোটগ্রহণ প্রক্রিয়া । মুর্শিদাবাদের বেলডাঙা থানার নপুকুরিয়ায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে উত্তেজনা । একজন আহত । তাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ।মুর্শিদাবাদের বহরমপুরের নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে ব্যালট বাক্স পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের নওদায় বাড়ি থেকে ভোট দিতে যাওয়ার পথে হাজি নিয়াকত শেখ নামে এক বৃদ্ধকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ । বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । মুর্শিদাবাদের ভরতপুরের সিজগ্রামের কয়েকটি বুথে এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
হুগলি :-খানাকুলের হরিশচকে একাধিক বাড়ি ভাঙচুর ও ইটবৃষ্টি। শাসক-বিরোধীদলের অভিযোগ পালটা অভিযোগ । আরামবাগের আরাণ্ডির সাতমাসার ২৭৩ নম্বর বুথে নির্দল প্রার্থী জাহানারা বেগমের এজেন্ট কায়মুদ্দিন মল্লিককে লক্ষ্য করে গুলি । অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। আরামবাগের আরাণ্ডিতে তৃণমূল নেতা সোহরাব হোসেনের ছেলে শেখ জামির হোসেনকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ । অভিযোগ নির্দল প্রার্থীর কর্মীদের দিকে । আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন শেখ জামির । হুগলির তারকেশ্বরে নির্দল প্রার্থীর মেয়েকে লক্ষ্য করে গুলি। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সৈয়দপুরের বেজপুকুর এফপি ৩ নম্বর বুথে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে । উত্তর ২৪ পরগনার মোহনপুরের ১৪ নম্বর ওয়ার্ডে দেদার বোমাবাজি ও গুলি । ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে ।জলপাইগুড়ির রাজগঞ্জের সন্ন্যাসীকাটায় বুথ দখলের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে । পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নম্বর ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের রতনপুরে বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরে অভিযোগ । দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানা এলাকার পশ্চিম মহেশপুর বুথে রাতভর দুষ্কৃতীদের তাণ্ডব । পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের ২২৮ ও ২২৯ নম্বর ভোটকেন্দ্রে উত্তেজনা ।মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চেলকলোনিতে বিজেপি ও তৃণমূল সংঘর্ষ । ডায়মন্ড হারবারের ১ নম্বর ব্লকের নেতড়া অঞ্চলের ৫ নম্বর বুথ এলাকায় বন্দুক ও বোমা নিয়ে এলাকায় তাণ্ডব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের । পূর্ব মেদিনীপুরের হরিপুরের ২৫৪ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ । বাঁকুড়ার ইন্দাসের বেশ কয়েকটি বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ । মালদহের মানিকচকে ব্যাপক বোমাবাজি । নিহত এক তৃণমূল কর্মী । হাওড়ার পাঁচলার চড়া পাঁচলা পঞ্চায়েতের ১৯৩ থেকে ১৯৫ বুথ দখলের চেষ্টা শাসকদলের বিরুদ্ধে । কোচবিহারের ফলিমারি ৪/৩৮ বুথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম সিপিএম প্রার্থী অনিতা অধিকারী । তিনি কোচবিহার হাসপাতালে চিকিৎসাধীন । ভাঙড়ের চকমরিচায় গুলিতে জখম ৪ আইএসএফ কর্মী । হাওড়ার আমতার ভাটোরা গ্রাম পঞ্চায়েতের ৯২ থেকে ৯৫ বুথে রাতারাতি ভোটা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বাঁকুড়ার সোনামুখীর ধুলাই গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর বুথে সিপিএম ও তৃণমূলের সংঘর্ষ।কোচবিহারের মাথাভাঙার ১ নম্বর ব্লকের বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েতের ৫/৬৬ নম্বর বুথে বিজেপির প্রার্থীর এজেন্ট-সহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । কোচবিহারের দিনহাটার ১ নম্বর ব্লকে বুথে আগুন । ডায়মন্ড হারবারের বাসুলডাঙা এলাকার একটি বুথে সশস্ত্র দুষ্কৃতী হামলায় আহত অন্তত ৮ জন। ডোমকলের ৮ নম্বর রায়পুর অঞ্চলের কুপিলা বিশ্বাসপাড়ায় গুলিবিদ্ধ ২ তৃণমূল কর্মী ।