দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৯ সেপ্টেম্বর : মঙ্গলবার রাতে মঙ্গলকোটের বনকাপাসি গ্রামের এক গৃহস্থের গোয়ালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল । প্রথমে স্থানীয় বাসিন্দারা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন । পরে খবর পেয়ে কাটোয়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । কিন্তু তার আগেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৭ গবাদি পশুর ।
বনকাপাসি গ্রামের বাসিন্দা মদন ঘোষ নামে জনৈক কৃষকের গোয়ালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে । বনকাপাসি বাসস্ট্যান্ড সংলগ্ন তাঁর বাড়ি । আর বাড়ির লাগোয়া ইঁটের দেওয়াল করগেটের ছাউনি দেওয়া তাঁদের গোয়ালঘরটি ।
মদনবাবু বলেন, ‘গোয়ালে দুটি মোষ,তিনটি গাভি,দুট বাছুর । তার মধ্যে একটি গাভী গর্ভবতী ছিল । মঙ্গলবার সন্ধ্যায় যথারীতি গরু মোষগুলোকে খাবার দিই । মশা তাড়ানোর জন্য গোয়ালের বারান্দায় মশার ধুপ লাগাই । তারপর গোয়ালের দরজা খোলা রেখে বাইরের গেটে তালা লাগিয়ে বাড়ি চলে যাই । প্রায় আটটা নাগাদ দেখতে পাই গোয়ালের ভিতর দাউদাউ করে জ্বলছে । আমরা চিৎকার করে লোকজন ডাকি । গ্রামের লোকজনের সঙ্গে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। পরে একটা দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায় । কিন্তু গরু মোষগুলোকে বাঁচানো যায়নি ।’
তিনি জানান,গোয়ালের ভিতরে অনেক শুকনো জ্বালানি রাখা ছিল । সম্ভবত ইঁদুরে মশা তাড়ানোর ধুপ মুখে করে নিয়ে গিয়ে ওই জ্বালানির উপরে ফেলে দিয়েছিল । তারপর ওই ধুপের আগুন থেকেই গোটা গোয়ালে আগুন ধরে যায় বলে আমাদের অনুমান ।।