এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,২৩ মার্চ : তেলেঙ্গানার জীবন্ত দগ্ধ হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে । গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন । বুধবার ভোর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের ভোইগুড়ায় (Bhoiguda) এলাকার একটি কাঠের গোডাউনে । হতাহতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানা গেছে । তাঁরা সকলে সেখানে শ্রমিকের কাজ করতেন । জানা গেছে, এদিন ভোর ৩ টে নাগাদ ভোইগুড়ায় এলাকার ওই কাঠের গোডাউনে আচমকা আগুন ধরে যায় । তখ৷ গোডাউনের ভিতরে মোট ১৫ জন শ্রমিক ঘুমচ্ছিলেন । দু’জন কোনও রকমে বাইরে বেড়িয়ে আসেন । কিন্তু ১২ জন শ্রমিক ভিতরে আটকে পরে । আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছোয় ডিআরএফ টিম । কিন্তু তার আগেই জীবন্ত দগ্ধ হয়ে ১১ জনের মৃত্যু হয় ।
গান্ধীনগর স্পেশাল পুলিশ অফিসার মোহন রাও জানিয়েছেন, গুরুতর জখম অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট থেকেই আগুন ছডিয়েছে বলে তিনি জানিয়েছেন ।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন । তিনি প্রত্যেক মৃতের পরিবারকে ১১ লক্ষ টাকা করে সরকারি সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন । পাশাপাশি মৃতদেহগুলি ময়নাতদন্তের পর বিহারে পাঠানোর ব্যবস্থা করার জন্য মুখ্য সচিব সোমেশ কুমারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।।