এইদিন ওয়েবডেস্ক,জামুড়িয়া(পশ্চিম বর্ধমান) : পশ্চিম বর্ধমানের একটি বেসরকারি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল । জামুড়িয়া শিল্প তালুকে ৬০ নং জাতীয় সড়কের পাশে রয়েছে ওই কারখানাটি । জেনারেল ম্যানেজার দেবাশীষ ঘোষাল জানান, বুধবার বিকেলে উৎপাদনের কাজ চলছিল ।
উৎপাদনের একটি অংশে তেল ব্যাবহার করা হয় । সেই সময় ৮-১০ হাজার লিটার তেলে আচমকা আগুন ধরে যায় ৷’
জানা গেছে,কারখানার কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ বাহিনী । শেষে দমকলবাহিনীর প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে । তবে তার আগেই কারখানায় থাকা অনেক মূল্যবান জিনিসপত্র এবং যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায় । তবে কোনও হতাহতের খবর নেই । দেবাশীষ ঘোষাল জানান, অগ্নিকান্ডের ফলে ক্রেন ও বেশ কিছু যন্ত্রাংশ আগুনে ভস্মীভূত হয়ে যায় । আনুমানিক প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন ।।