এইদিন ওয়েবডেস্ক,ওয়েস্ট ব্যাঙ্ক,০৪ জুলাই : সোমবার ওয়েস্ট ব্যাঙ্কের জেনিন শহরে ভয়ঙ্কর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী । সেই হামলায় অন্তত আটজন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় । বিগত দু’দশকের মধ্যে এটি ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় অভিযান বলে মনে করা হচ্ছে । জানা গেছে,সোমবার দিনভর ইসরায়েলি বাহিনী ও জেনিন চরমপন্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছিল । তারই মাঝে ড্রোন হামলা চালানো হয় ।
ফিলিস্তিন ছাড়াও, মিশর এবং জর্ডানের সরকার এবং সেইসাথে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, জেনিনের উপর ইসরায়েলের হামলার নিন্দা করেছে।এসব হামলার প্রতিক্রিয়ায় মার্কিন বিদেশ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে তারা ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে । মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সম্ভাব্য সব ধরনের সতর্কতা বিবেচনা করা প্রয়োজন ।
জেনিনের পৌরসভা বলছে, বুলডোজার দিয়ে এবং ফিলিস্তিনি ক্যাম্পের রাস্তায় হামলা ছাড়াও জল ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলছেন, যতদিন প্রয়োজন হবে ততদিন ইসরায়েলি সেনাদের অভিযান চলবে ।।