এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),১৯ ডিসেম্বর : রোগীর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদা জেলার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে । চিকিৎসায় গাফেলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবার পরিজন । এদিকে সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ চাঁচলের শাসকদলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ । তিনি বলেন,’চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা নিয়ে স্থানীয়দের একাধিক অভিযোগ রয়েছে । চিকিৎসায় গাফিলতি হয় বলে শুনেছি ।’ বিষয়টি জেলাশাসককের দৃষ্টিগোচর করা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক ।
জানা গেছে,রবিবার শারিরীক সমস্যা সমস্যার কারনে চাঁচল-১ ব্লকের দুলিয়ায়াবাড়ি এলাকার বাসিন্দা আশরাফুল হক (৫৫) নামে এক ব্যক্তিকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল । কিন্তু দীর্ঘ সময় ধরে রোগীর চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ । ফলে জরুরি বিভাগের সামনে পড়ে থাকার সময় রোগীর মৃত্যু হয় । আর এর পরেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয় মৃতদের পরিবারের লোকজনের মধ্যে । এদিকে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে তখন রোগীকে ওয়ার্ডে নিয়ে অক্সিজেন দেওয়া শুরু করা হয় বলে অভিযোগ ।
মৃতের দাদা মতিউর রহমান বলেন, ‘আমার ভাই কয়েক দিন ধরে গ্যাসের সমস্যায় ভুগছিল । আজ ভাইয়ের অবস্থা গুরুতর হওয়ায় চাঁচল হাসপাতালে চিকিৎসার জন্য এনেছিলাম । জরুরী বিভাগে ভাইকে নিয়ে যাই । কিন্তু তখন যে চিকিৎসক ছিলেন তিনি কোনও গুরুত্বই দেননি । কেবল অক্সিমিটার দিয়ে একবার পরীক্ষা করেছিলেন । এদিকে জরুরী বিভাগে পড়ে থাকতে থাকতে ভাইয়ের শারিরীক অবস্থার আরও অবনতি হয় । তখন ভাইয়ের চিকিৎসা শুরু করার জন্য কর্তব্যরত চিকিৎসককের হাতেপায়ে ধরি । কিন্তু উনি সাফ জানিয়ে দেন,রোগীকে ওয়ার্ডে ভর্তি না করা পর্যন্ত তিনি চিকিৎসা করতে পারবেন না । এর কিছুক্ষণ পরেই আমার ভাই মাথা ঘুরে পড়ে যায় । তারপর তার গোটা শরীর নিস্তেজ হয়ে যায় । ভাইয়ের মৃত্যু হওয়ার পরে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা ।’ চিকিৎসার গাফেলতির কারনেই অসুস্থ ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ মতিউর রহমানের । এনিয়ে তিনি সুপারের কাছে অভিযোগও জানাবেন বলে জানিয়েছেন ।
এই বিষয়ে জানতে চাঁচোল হাসপাতালে সুপারের জয়ন্ত বিশ্বাসকে ফোন করা হলে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত এ নিয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।’।