এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,১৩ ডিসেম্বর ঃ বিজেপির কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান শহরে । ঘটনাটি ঘটেছে বর্ধমান পুরসভার ১২ নম্বর ওয়ার্ড এলাকায় । শনিবার গভীর রাতে বর্ধমান শহরে বিজেপির ৩ নম্বর মন্ডলের ১২ নম্বর অফিসটিতে হঠাৎ দাউদাউ করে জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে বিজেপি কর্মীরা গিয়ে জল ঢেলে আগুন নেভান । কিন্তু তার আগেই বিজেপির কার্যালয়ের ভিতরের যাবতীয় জিনিসপত্র আগুনে ভস্মীভুত হয়ে যায় । এই ঘটনায় তৃনমুলের বিরুদ্ধে অভিযোগ তুলে রবিবার কার্যালয় সংলগ্ন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির স্থানীয় নেতা ও কর্মীরা । যদিও কিছুক্ষন পর অবরোধ তুলে দেওয়া হয় । এদিকে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ।
বর্ধমান পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে শালবাগান থেকে নীলপুর বাজারে যাবার পথের পাশে সম্প্রতি বাঁশের দরমা দিয়ে ঘেরা বিজেপির ওই কার্যালয়টির উদ্বোধন করা হয়েছিল । স্থানীয় বিজেপি নেত্রী পিংকি সাহা বলেন, ‘শনিবার রাত্রি দুটো আড়াইটা নাগাদ আমাদের ৩ নম্বর মন্ডলের ১২ নম্বর অফিসে তৃনমুল আশ্রিত দুষ্কৃতিরা আগুন লাগিয়ে দেয় । কার্যালয়টি দাউদাউ করে জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা আমাদের খবর দেয় । তারপর আমাদের কর্মীরা গিয়ে আগুন নেভান। কিন্তু ততক্ষনে টেবিল-চেয়ারসহ যত ফ্লেক্স ছিল সব আগুনে পুড়ে যায় । এই ঘটনার প্রতিবাদে আমরা পথ অবরোধ করছি ।’ দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ওই বিজেপি নেত্রী । অন্যদিকে বিজেপির অভিযোগ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা অনন্ত পাল বলেন, ‘মিথ্যা অভিযোগ । আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না । পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক । এই ঘটনায় যুক্ত দোষীরা শাস্তি পাক,এটা আমরা চাই ।’।