এইদিন ওয়েবডেস্ক,জামুড়িয়া(পশ্চিম বর্ধমান),০৫ সেপ্টেম্বর : রবিবার সকালে লরির ধাক্কায় এক বাইক আরোহীর জখম হওয়ার ঘটনায় তুমুল উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া এলাকায় ৷ ঘটনার প্রতিবাদ করলে স্থানীয় বাসিন্দাদের উপর এলোপাতাড়ি লাঠিচার্জের অভিযোগ উঠল জামুড়িয়ার জাদুডাঙ্গার একটি বেসরকারী কারখানার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ৷ এমনকি নিরাপত্তারক্ষীরা কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ । এরপর আশপাশ থেকে শতাধিক লোকজন কারখানার গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে বেগতিক বুঝে নিরাপত্তারক্ষীরা পিছু হটে । খবর পেয়ে জামুরিয়া থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । স্থানীয় বাসিন্দাদের দাবি, কারখানার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিক প্রশাসন ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন সকালে এক ব্যক্তি জাদুডাঙ্গার ওই বেসরকারী কারখানার সামনে দিয়ে বাইকে চড়ে যাচ্ছিলেন । সেই সময় কারখানার একটি লরি বাইকটিতে সজোরে ধাক্কা দেয় ৷ বাইক আরোহী রাস্তার উপরে বাইকসহ ছিটকে পড়েন । স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে । এরপরেই স্থানীয় কিছু মানুষ বিক্ষোভ দেখালে কারখানায় নিরাপত্তারক্ষীরা তাঁদের উপর যথেচ্ছ লাঠিচার্জ করে বলে অভিযোগ । পুনরায় স্থানীয়রা সংঘটিত হয়ে প্রতিবাদ জানাতে গেলে তাদের উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ ওঠে কারখানার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে । এরপরই আশপাশ গ্রাম থেকে প্রচুর সংখ্যক স্থানীয় বাসিন্দা জমায়েত হতে শুরু করলে নিরাপত্তারক্ষীরা পিছু হটে । খবর যায় জামুরিয়া থানায় । এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
স্থানীয় বাসিন্দা অঞ্জন সরকার,উত্তম রুইদাসরা জানান, ‘রাস্তার ধারে কারখানার অসংখ্য লরি দাঁড়িয়ে থাকার ফলে রাস্তা অনেক সংকীর্ণ হয়ে যায় । কারখানা কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি ।’ তাঁরা বলেন ,’এদিন এক অচেনা যুবক বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলে । সেই সময় কারখানার একটি লরি তাঁর মোটরবাইককে সজোরে ধাক্কা দিলে বাইক আরোহী গুরুতর আহত হন । স্থানীয়রাই আহতকে চিকিৎসার জন্য পাঠায় । তখনও পর্যন্ত সব কিছুই শান্তিপূর্ন ছিল । কিন্তু কারখানার নিরাপত্তারক্ষীরা এসে স্থানীয়দের উপর আচমকা লাঠি চার্জ করতে শুরু করে । গুলিও চালায় । লাঠি চার্জের ফলে ১০-১২ জন স্থানীয় মানুষ জখম হন ।’
তাঁদের অভিযোগ, ‘ওই কারখানায় স্থানীয় বাসিন্দাদের কাজ দেওয়া হয় না । সব বাইরের লোক কাজ করে । তবুও স্থানীয়রা সব রকম সহযোগিতা করে চলে । তা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ দিনের পর দিন জুলুমবাজি করে আসছে ।’ তাঁদের দাবি, গুলি চালানো ও লাঠিচার্জের জন্য কারখানার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হোক । যদিও এদিনের এই ঘটনা নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও মতামত পাওয়া যায়নি । এদিকে এদিনের এই ঘটনার জেরে উত্তেজনা থাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী ।।