এইদিন ওয়েবডেস্ক,আলিপুরদুয়ার,২৭ ফেব্রুয়ারী : গরুচোর সন্দেহে ভিন সম্প্রদায়ের মহিলাকে গণধোলাই । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ার জেলার পাটকাপারা গ্রামে । খবর পেয়ে পুলিশ বাহিনী আসে গ্রামে । এদিকে গোটা গ্রামের মহিলা ও পুরুষরা জড়ো হয়ে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । তাদের অভিযোগ যে ধারাবাহিকভাবে গ্রাম থেকে গরু ও ছাগল চুরি হয়ে যাচ্ছে । এই চক্রের প্রকৃত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান তারা । শেষ পর্যন্ত আলিপুরদুয়ার, হাসিমারা, কালচিনি, ফালাকাটা, শামুকতলা থানা ও নিমতি ফাঁড়ি আউটপোস্টের বিপুল পুলিশ বাহিনী গিয়ে প্রহৃত মহিলাকে উদ্ধার করে আলিপুর জেলা হাসপাতালে ভর্তি করে৷
জানা গেছে,ঘটনার সূত্রপাত বুধবার । প্রতিদিনের মত এক হিন্দু মহিলা সকালে বাড়ির অদূরে তাদের পোষ্য গরুগুলিকে খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে আসেন । সেই সময় ভিন সম্প্রদায়ের ওই মহিলাকে সেখানে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন তিনি । সন্দেহ হওয়ায় তাকে কিছু প্রশ্নও করেন ওই হিন্দু মহিলা । তারপর তিনি বাড়ি ফিরে আসেন । এরপর দুপুর নাগাদ গরুগুলিকে জল পান করাতে গেলে দেখেন একটা গাভি উধাও হয়ে গেছে । খুঁটি ওপড়ানো রয়েছে । রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও গরুটি পাওয়া যায়নি।
জানা গেছে,হিন্দু বধূ পরিবারের লোকজনদের কাছে ভিন সম্প্রদায়ের ওই মহিলা গরুটি চুরি করেছে বলে সন্দেহ প্রকাশ করেন । এরপর আজ সকালে সেই কথা কানাকানি হতেই সম্প্রদায়ের ওই মহিলাকে ধরে গনধোলাই দিতে শুরু করে ৷ শেষ পর্যন্ত পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ৷।