এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০৫ অক্টোবর : এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় বীরভূম জেলার সদাইপুর থানার এলেমা গ্রামে। মৃতের নাম নরেশ বাউড়ি(৩৮)। তাকে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে মৃতের পরিবার ও প্রতিবেশীরা দেহ আটকে রেখে বিক্ষোভ শুরু করেন। পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত করার দাবি তোলা হয়। অভিযোগের তির মৃতের স্ত্রীর দিকে। স্বামী স্ত্রীর অশান্তির জেরে পরিকল্পিতভাবে নরেশকে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মৃত নরেশ বাউরী পেশায় ছিলেন টোটো চালক। তার এক ছেলে ও মেয়ে রয়েছে। মৃতের মা গায়ত্রীদেবী জানান প্রায় ১২ বছর ধরে থেকে নরেশের সঙ্গে তার স্ত্রী জগধাত্রী বাউরীর বিবাহ বিচ্ছেদ মামলা চলছিল।সোমবার নরেশ বাউরী সিউড়ি আদালতে গিয়েছিলেন মামলা সংক্রান্ত কাজে।গায়ত্রীদেবীর দাবি,” আমার ছেলে সুস্থই ছিল। হঠাৎ তার মৃত্যুর খবর শুনি। আমার সন্দেহ বৌমা লোক লাগিয়ে আমার ছেলেকে খুন করিয়েছে।
গায়ত্রীদেবী এই অভিযোগ তোলার পর প্রতিবেশীরা একজোট হয়ে তদন্তের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সদাইপুর থানার পুলিশ।ছিলেন সি আই কৌশিক সিনহা। তিনি আশ্বাস দেন এই ঘটনার যথাযথ তদন্ত করা হবে। তারপর গ্রামবাসীরা শান্ত হলে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।।