এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২০ এপ্রিল : বিজেপির একটি কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের সগড়াই অঞ্চলের পাহারপুর গ্রামে । মঙ্গলবার ভোরে ওই কার্যালয়টি দাউদাউ করে জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা । প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন । পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে । কিন্তু তার আগেই খড়ের চালের ওই কার্যালয়টি ও কার্যালয়ের ভিতরে রাখা দলীয় ফ্লাগ,ফেস্টুন, ব্যানারসহ যাবতীয় কাগজপত্র আগুনে ভস্মীভুত হয়ে যায় । এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব । অন্যদিকে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ।
জানা গেছে, পাহারপুর গ্রামের সাঁকো এলাকায় ছিল বিজেপির ওই কার্যালয়টি । গত ১৭ তারিখে পঞ্চম দফায় ভোট হয়েছিল খন্ডঘোষ বিধানসভায় । ওই কার্যালয় থেকেই নির্বাচনের যাবতীয় কাজকর্ম পরিচালনা করেছিলেন পাহাড়পুর গ্রামের বিজেপি কর্মীরা । এদিন ভোরে বিজেপির ওই কার্যালয়টি আচমকা দাউদাউ করে জ্বলতে দেখা যায় ।
জানা গেছে,ঘটনাস্থলের আশেপাশে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি রয়েছে । আগুন লাগার বিষয়টি প্রথমে দু’একজনের নজরে পড়লে তাঁরা লোকজন ডাকাডাকি করেন । চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন । এদিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে খন্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে । পুলিশ দমকল বিভাগকে খবর দেয় । শেষে দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আসে। ফলে অল্পের জন্য রক্ষা পেয়ে যায় আশপাশের ঘরবাড়ি ।
বিজেপির খন্ডঘোষের প্রার্থী বিজন মন্ডলের অভিযোগ, ‘তৃণমূল বুঝে গেছে এবারে তারা হেরে যাবে । তাই তৃণমূল আশ্রিত স্থানীয় দুষ্কৃতিরা পরিকল্পনা করেই আমাদের কার্যালয়ে আগুন লাগিয়েছে । আমাদের দাবি দোষীদের অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ । তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ।’
অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন, ‘এই ধরনের ঘৃণ্য কাজ তৃণমূলের লোকজন কখনই করবেন না। বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে খবর আছে । আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বিজেপি ।’।