দিব্যেন্দু রায় ভাতার(পূর্ব বর্ধমান),২৪ অক্টোবর : জনৈক গ্রামবাসীর একটি পাঁঠা ছাগল মাঠ থেকে চুরি হয়ে যায় । আর তা ঘিরে তুলকালাম কান্ড বেধে গেল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পালাড় গ্রামে । ছাগল চোর সন্দেহে পাশের বেলেন্ডা গ্রামের এক বিধবা মহিলাকে আটকে রেখে দেওয়া হয় । এমনকি তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে দেওয়া হয় বলে অভিযোগ । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে আনে । মহিলার দাবি, তিনি ছাগল চুরি করেননি । অন্যদিকে চুরি যাওয়া ছাগলের মালিকের দাবি ওই মহিলাই চুরি করেছেন ছাগলটি । পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।
চুরি যাওয়া ছাগলের মালিক পালাড় গ্রামের বাসিন্দা লক্ষণ হাজরার কথায়,’রবিবার পালাড় গ্রামের মোড়ে পালাড় গ্রামের মোড়ের কাছে ঘাস খাচ্ছিল আমার ছাগলটা । তারপর সেখান থেকে ছাগলটা উধাও হয়ে যায় । পরে আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারি বেলেন্ডা গ্রামের ওই মহিলা আমার ছাগলটি তুলে নিয়ে চলে গেছে ।’
জানা গেছে,সোমবার বেলেন্ডা গ্রামে ওই মহিলার বাড়িতে গিয়েছিলেন ছাগলের মালিক লক্ষণ হাজরা । তার কিছুক্ষণ পরেই ছেলের সাইকেলের পিছনে চেপে পালাড় গ্রামে আসেন ওই মহিলা । মহিলা আসার পরেই দু’পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়ে যায় । উত্তেজনা চরম আকার ধারন করলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ । শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় । যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত এনিয়ে থানায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।।