এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২৯ সেপ্টেম্বর : মন্দিরের সামনে নির্মিয়মান বাঁশের প্যান্ডেলের উপর রাতের অন্ধকারে গরুর কাটা মাথা রেখে দিয়ে গেল দুষ্কৃতীরা । বাংলাদেশ ঘটনা নয়,খাস পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গার শিতলকুচির একটা মন্দিরের সামনে নির্মিয়মান বাঁশের প্যান্ডেলের গরুর কাটা মাথা রেখে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে । প্যান্ডেলের সামনে জড়ো হওয়া লোকজনের একটা ভিডিও এক্স-এ পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন,’দুর্বৃত্তরা সীমান্তের ওপারের উগ্র কট্টরপন্থী ও সাম্প্রদায়িক সংস্কৃতি আমদানির চেষ্টা করছে । বাংলাদেশে উগ্রবাদীরা যেভাবে দুর্গাপূজা উৎসবকে দমন করার চেষ্টা করছে,পশ্চিমবঙ্গে দুর্বৃত্তরা একই অনুকরণ করার চেষ্টা করছে, যাতে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা যায় এবং উৎসবের মরসুমে ভীতি ও ভয়ের পরিবেশ তৈরি করা যায়। কোচবিহার জেলার সিতলকুচির খলিসামারী সরকার হাট এলাকায় একটি দুর্গা পূজা প্যান্ডেলে (নির্মাণাধীন) একটি গরুর কাটা মাথা পাওয়া গেছে ।’ পাশাপাশি তিনি জেলা পুলিশের কর্তাদের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন,’আমি পশ্চিমবঙ্গের ডিজি, কোচবিহারের এসপি শ্রী দ্যুতিমান ভট্টাচার্য (আইপিএস) এবং কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী অরবিন্দ কুমার মিনার (আইএএস) কাছে অনুরোধ করতে চাই; অবিলম্বে পরিস্থিতির স্টক নিতে এবং পদক্ষেপ শুরু করার জন্য যাতে এই প্রবণতাটি অঙ্কুরে নিশ্চিহ্ন করা যায় ।’।