এইদিন ওয়েবডেস্ক,জামুড়িয়া(পশ্চিম বর্ধমান),০৯ সেপ্টেম্বর : মুরগির মাংস কেনা নিয়ে বচসার জেরে গ্রামবাসীদের উপর লাঠি চার্জ করার অভিযোগ উঠল একটি বেসরকারি কারখানার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া এলাকায় । ওই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে স্থানীয় দামোদরপূর গ্রামের বেশ কিছু ক্ষিপ্ত মানুষ কারখানার গেটের সামনে জড়ো হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ । যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । পরে খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে । স্থানীয় সূত্রে খবর, ওই কারখানার সামন ভোলা বাউরী নামে দামোদরপুর গ্রামের এক যুবকের মুরগির মাংসের দোকান রয়েছে । বুধবার রাত প্রায় ১১ টা নাগাদ কারখানার এক নিরাপত্তারক্ষী মদ্যপ অবস্থায় ভোলার দোকানে এলে দুজনের মধ্যে বচসা শুরু হয় । তারপর দামোদরপুর গ্রামের কয়েকজন বাসিন্দা খবর পেয়ে সেখানে গেলে কারখানার নিরাপত্তা রক্ষীরা তাদের উপর বেপরোয়া লাঠিচার্জ করে বলে অভিযোগ । এমনকি মহিলাদেরও মারধর করার অভিযোগ উঠেছে কারখানার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে ৷
জানা গেছে,বুধবার রাতের ঘটনার পর দামোদরপুর গ্রামের বাসিন্দা বাড়ি ফিরে আসে । ঘটনার কথা গ্রামে চাওড় হলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে । এরপর এদিন সকাল ন’টা নাগাদ বেশ কিছু গ্রামবাসী কারখানার গেটের সামনে এসে জড়ো হয় । তারা আগের রাতের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে শুরু করে । আর তারপর ক্ষিপ্ত গ্রামবাসীরা কারখানার গেটের সামনে ভাঙচুর চালায় বলে অভিযোগ । শেষে পুলিশবাহিনী গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
ঘটনা প্রসঙ্গে শ্রীধর মেটাল প্রাইভেট লিমিটেড নামে ওই কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে একে বার্মা বলেন, ‘বুধবার রাতে কয়েকজন গ্রামবাসী মদ্যপ অবস্থায় কারখানার লরি চালকদের কাছে চাঁদা তুলতে এসেছিল । তখন কারখানার নিরাপত্তা রক্ষীরা গিয়ে এনিয়ে তাদের জিজ্ঞাসা করলে দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয় । ওই ঘটনার জেরে এদিন ফের গ্রামবাসীরা কারখানার সামনে জড়ো হয়ে ভাঙচুর ও মারধর করে । তাতে চার জন নিরাপত্তা রক্ষী জখম হন । পালটা প্রতিরোধে দু’জন গ্রামবাসীও জখম হয়েছেন ।’ তিনি জানান, শেষে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে । কারখানার তরফ থেকে এনিয়ে কোনও অভিযোগ দায়ের করা হবে না বলে তিনি জানান ।।