এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),২০ সেপ্টেম্বর : এলাকায় জমে থাকা জল নিকাশিকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্বস্থলী-১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত ফকিরতলা এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাদনঘাট থানার পুলিশ । আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলিপ মল্লিক । তাঁরা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করেন । সিদ্ধান্ত হয় আপাতত জমে থাকা জল নিকাশির জন্য বুজে থাকা নিকাশি নালা পরিষ্কার করা হবে । পরে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হয়ে । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।
ফকিরতলা এলাকার জল নিকাশি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে এলাকাবাসীর । স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় আগে নিকাশি নালা ছিল । কিন্তু একের পর এক ঘরবাড়ি নির্মান হওয়ার কারনে একটু একটু করে সেই সমস্ত নিকাশি নালাগুলি বুজে গেছে । আর তার ফলে অল্প বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা ।
জানা গেছে,এনিয়ে স্থানীয় পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের তরফ থেকে এলাকায় পরিদর্শনও করা হয় । তখন নিকাশি নালা তৈরির সিদ্ধান্ত হয়েছিল । কিন্তু একাংশের মানুষ নালা নির্মানের জন্য জায়গা ছাড়তে রাজি না হওয়ায় সমস্যার কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ।
জানা গেছে,বিগত ২-৩ ধরে বৃষ্টিপাতের কারনে ফকিরতলা বেশ কিছুটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে । এদিন সকালের দিকে জমা জল নিকাশি নিয়ে সকালের দিকে দু’পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় । যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে পুলিশ ও পঞ্চায়েত সমিতির সভাপতি গিয়ে পরিস্থিতি সামাল দেন ।।