এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৮ সেপ্টেম্বর : সন্তানকে স্তনপান করাতে গিয়ে বেড থেকে মেঝেতে পড়ে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল । হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং মানবিক আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন মৃত প্রসূতির পরিবার পরিজন । খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
জানা গেছে,মৃত প্রসূতির নাম সাবিনা খাতুন(২৪) । তার বাড়ি মালদা জেলার মানিকচকের কামালতিপুর এলাকায় । প্রসব বেদনা হলে তাকে গত শুক্রবার মালদার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল । সেখানে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন । কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরেই শিশুটির স্বাস্থ্য সমস্যা দেখা দেয় । বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ শিশুটিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেয় । সেখানেই শিশুটির চিকিৎসা চলছিল ।
জানা গেছে,শনিবার প্রসূতি তার বোনের সঙ্গে হাসপাতালে যান তার সন্তানকে স্তনপান করানোর জন্য । অভিযোগ ওই সময় ওই প্রসূতিকে ঢুকতে দেওয়া হলেও, তার বোনকে ঢুকতে দেওয়া হয়নি। তাকে বাইরে বের করে দেওয়া হয়। হাসপাতালের বেডে বসে স্তনপান করাচ্ছিলেন সাবিনা খাতুন । সেই সময় তিনি কোনো ভাবে মেঝেতে পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় । এই ঘটনার পর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং মানবিক আচরণের অভিযোগ তুলে তোলপাড় শুরু করে দেয় মৃতার পরিবার । যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।।