এইদিন ওয়েবডেস্ক,রাজস্থান,০৩ মে : ইদ ও অক্ষয় তৃতীয়ার আগে দুই সম্প্রদায়ের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল রাজস্থানের সূর্যনগরীর যোধপুর । স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে,যোধপুরের জালোরী গেট চকের বালামুকান্দ বিসা সার্কেলে একটি গেরুয়া পতাকা নামিয়ে সেখানে অন্য সম্প্রদায়ের পতাকা উত্তোলন করা হলে বিবাদের সুত্রপাত হয় । এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় । পাশাপাশি একে অপরকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । তাতে দু’পক্ষের প্রচুর মানুষ জখম হয়েছেন বলে খবর । তবে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় বিশালপুলিশ বাহিনী । পুলিশও জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশকে লাঠিচার্জ করতে হয় । তখন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে উন্মত্ত জনতা ৷ ইঁটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয় ।
পাশাপাশি ঘটনা কভার করতে যাওয়া গণমাধ্যম কর্মীরাও পুলিশের রোষানলের শিকার হন । বেধরক মারধর করা হয় সাংবাদিকদের ৷ পুলিশের হামলায় ৪ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে ।অন্যান্য সহকর্মীদের সহায়তায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত সাংবাদিকরা ।
এদিকে সংঘর্ষের পর থমথমে গোটা এলাকা । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সোমবার গভীর রাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।যোধপুরের বিভাগীয় কমিশনার হিমাংশু গুপ্তার জারি করা আদেশে যোধপুর জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ।
এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে উৎসব পালনের আহ্বান জানিয়েছে পুলিশ । পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছেন সমাজের সমস্ত স্তরের নেতারা ।যোধপুরের মুফতি সাহেবও রাস্তায় ঘুরে ঘুরে জনতাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার চেষ্টা করছেন ।।