এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ জুন : কয়েকদিন ধরে চলছে টানা বর্ষণ । তার ফলে জলের তোড়ে ভেঙে গেল অস্থায়ী সড়কপথের একাংশ । বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নারায়নপুর গ্রামের কাছে ভাতার-কামারপাড়া রোডের এই ঘটনার পর ওই সড়ক পথ দিয়ে ভারী যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । দূর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে নজরদারি চালাচ্ছে পুলিশ । কেবল বাইকসহ বিভিন্ন ছোট যানবাহনগুলি চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে বলে খবর । এদিকে এদিন বিকেলে নারায়ণপুর গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করতে যান ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । বিধায়ক জানিয়েছে, সড়ক পথ দ্রুত মেরামতের ব্যবস্থা করা হচ্ছে ।
জানা গেছে, ভাতার-কামারপাড়া রোডে নারায়নপুর গ্রামের কাছে একটি কাঁদর রয়েছে । ওই কাঁদরের উপর একটি বহু পুরনো সেতু ছিল । সম্প্রতি ওই সেতুটি ভেঙে একটি নতুন সেতু তৈরি করতে উদ্যোগী হয় পূর্ত দপ্তর । যানবাহন চলাচলের জন্য নির্মানস্থলের পাশেই তৈরি করা হয়েছিল একটি কজ ওয়ে ।
এদিকে বিগত কয়েক দিন থেকে এদিন বুধবার পর্যন্ত টানা বৃষ্টিপাত চলেছে । ফলে এদিন ওই কজ ওয়েটি প্লাবিত হয়ে যায় । জলের তোড়ে ভেঙে যায় ওই রাস্তার একাংশ । গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়েই ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ । দুর্ঘটনা এড়াতে পুলিশ ভাতার-কামারপাড়া রোডে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয় । পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ ।।