এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৮ ফেব্রুয়ারী : রেল স্টেশনের সাফাইয়ের কাজে নিযুক্ত ঠিকাদারের পরিবর্তন হওয়ার পর তিনি সাফাই কর্মী সংকোচনের সিদ্ধান্ত নিয়েছেন । ফলে কাজ হারাতে বসেছেন অন্তত ডজন খানেক সাফাই কর্মী । তারই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেলস্টেশনের অস্থায়ী সাফাই কর্মীরা । আর যার ফলভুক্ত হচ্ছে সাধারণ রেল যাত্রীদের । শৌচাগার গুলি বিগত তিনদিন ধরে সাফাই হয়নি । ফলে দুর্গন্ধে টেকা মুশকিল হয়ে পড়েছে রেলযাত্রীদের । রেললাইন, প্ল্যাটফর্মের ও প্লাটফর্মের আশপাশ এলাকা,রেল স্টেশনের নিকাশি নালা,ফুট ওভারব্রিজ-সহ স্টেশন সংলগ্ন চত্বরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রেল যাত্রীদের ফেলে যাওয়া প্লাস্টিক ও কাগজের প্যাকেটসহ অন্যান্য সামগ্রী । যে কারণে কাটোয়া রেল স্টেশনে ব্যাপক দূষণ ছড়াচ্ছে । সাফাই কর্মীদের দাবি কোন অস্থায়ী কর্মীকে ছাটাই করা যাবেনা । এদিকে আন্দোলনকারী সাফাই কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু(সি আই টি ইউ) । সাফাই কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে আজ রবিবার কাটোয়া রেলস্টেশন চত্বরে সিটুর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় । সিটুর স্থানীয় নেতা সুজিত রায় বলেন, কোন সাফাই কর্মীকে বাদ দেওয়া চলবে না । সকলকেই কাজ দিতে হবে । আর যদি জোর করে কিছু সাফাই কর্মীকে ছাঁটাই করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ।’
জানা গেছে,কাটোয়া রেল স্টেশনে ৫০ টি শৌচালয় রয়েছে । রেল দপ্তরের স্থায়ী সাফাই কর্মী রয়েছে । কিন্তু শৌচালয়সহ সমগ্র রেলস্টেশনের সাফাইয়ে দায়িত্ব সামলাতে হয় মূলত ঠিকাদারের অধীনে কাজ করা ২৫ জন অস্থায়ী সাফাই কর্মীকে । সম্প্রতি ঠিকাদার পরিবর্তন হয়েছে । আর নতুন ঠিকাদার আসার পর ঘোষণা করেছেন যে তিনি দশজন সাফাই কর্মীকে নিয়েই কাজ চালাতে চান । ফলে বাকি ১৫ জনে সাফাই কর্মীর কাজ অনিশ্চিত হয়ে পড়েছে । এদিকে সকল সাফাই কর্মীকে কাজ দেওয়রা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে সাফাই কর্মীরা । বিগত তিনদিন ধরে তারা কাজে না আসায় রেল স্টেশন চত্বর, বিশেষ করে রেলস্টেশনের শৌচালয় গুলি থেকে ব্যাপক দূষণ ছড়াতে শুরু করেছে । যদিও কাটোয়া স্টেশনের ম্যানেজার কল্যান সেন বলেন, ‘আপাতত স্টেশনের স্থায়ী সাফাই কর্মীদের দিয়ে কাজ চালানো হচ্ছে । আলোচনার মধ্যে দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে ।’
উল্লেখ্য, ভারতীয় রেল দপ্তর রেলস্টেশনের উন্নয়ন এবং আধুনিকীকরণের লক্ষ্যে সম্প্রতি অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করেছে । এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় রেলের ১২৭৫ টি স্টেশনের উন্নয়ন ও আধুনিকীকরণ ঘটানো হবে। ওই রেল স্টেশনগুলির মধ্যে রয়েছে কাটোয়া রেলস্টেশনও। কাটোয়া রেল স্টেশনে উন্নতিকল্পে প্রায় ৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । কিন্তু প্রকল্পের শুরুতেই অস্থায়ী সাফাই কর্মীদের আন্দোলনের জেরে কাটোয়া রেল স্টেশনের পরিছন্নতা কার্যত লাটে উঠেছে। আন্দোলনকারী ঠিকা সাফাই কর্মী সঞ্জয় হরিজন,সোনু মাঝিদের কথায়, ‘এটাই আমাদের একমাত্র পেশা ৷ এখন যদি আমাদের কাজ হারিয়ে যায় তাহলে পরিবার নিয়ে পথে বসতে হবে । এছাড়া ঠিকাদার মনে করছেন যে মাত্র ১০ জন সাফাই কর্মীকে দিয়ে সমগ্র কাটোয়া রেল স্টেশনের সাফাইয়ের কাজ পরিচালনা করতে সক্ষম হবেন । কিন্তু এটা তার ভুল ধারণা । কারণ রেলস্টেশনের আধুনিকীকরণের কারণে পরিধি বাড়ছে, ফলে মাত্র ১০ জন সাফাই কর্মীকে দিয়ে রেল স্টেশনের পরিচ্ছন্নতা বজায় রাখা তার পক্ষে সম্ভব হবে না । এটা আমরা ঠিকাদারকে বোঝাতে চাই । কিন্তু তিনি আমাদের ফোনই ধরছেন না । বিষয়টি আমরা রেল আধিকারিকদের জানিয়েছি । কিন্তু এখনো পর্যন্ত কারো কাছ থেকে কোন সদুত্তর পাইনি ।’ এ বিষয়ে কাটোয়া রেল স্টেশনের ম্যানেজার কল্যান সেন জানান,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।।