এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২০ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার তকিপুর গ্রামে এক রাতের মধ্যে পরপর ৪ মন্দিরে চুরির ঘটনায় ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গুসকরা ফাঁড়ির পুলিশ । ধৃতরা হল বীরভূম জেলার বোলপুর থানার সুলতানপুর গ্রামের বাসিন্দা কামরুল মীর (২১), বোলপুর থানার বড়শিমুলিয়া গ্রামের বাসিন্দা শেখ সাদেকুল (২০) ও মঙ্গলকোট থানার বুঁইচি গ্রামের বাসিন্দা আসরাফুল শেখ (১৯)।শুক্রবার রাতে আউশগ্রামের ভোতা গ্রাম থেকে ওই তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় । পুলিশ জানিয়েছে, ধৃতরা ওই গ্রামে ধান কাটার কাজে এসেছিল। ধৃতদের কাছ থেকে চুরি হওয়া ১,৩৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে তকিপুর গ্রামের পাশাপাশি চারটি মন্দিরের প্রণামী বাক্স ভেঙে চুরির ঘটনা ঘটে । পুলিশের টহলদারি ভ্যান ও সিভিক ভলান্টিয়াররা এলাকায় ডিউটির পর ফিরে যাওয়ার পরেই এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এলাকায় ।
ঘটনার পরের দিন, আউশগ্রাম থানায় গ্রামবাসীদের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় ।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নামে পুলিশ । মন্দিরে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতী দলটিকে চিহ্নিত করা হয় । আজ শনিবার ধৃতদের আদালতে তোলা হলে ধৃত তিনজনকেই জেল হেফাজতে পাঠানো হয় ।।

