এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৮ ডিসেম্বর : হুমায়ুন কবিরের বাবরি মসজিদ গড়ে তোলার ইচ্ছা থাকলে তার রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছিলেন অভিষেক ব্যানার্জি । তার কথায়, কেউ চাইলে মন্দির-মসজিদ তৈরি করতে পারেন, কিন্তু তা ব্যক্তিগত উদ্যোগে করা প্রয়োজন, রাজনৈতিক পরিচয় বজায় রেখে নয় । অভিষেক ব্যানার্জির এই মন্তব্যের পর তার পিসি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজনীতি থেকে অবসর নিয়ে দিঘার জগন্নাথ মন্দিরে গিয়ে ধর্মকর্মে মন দেওয়ার পরামর্শ দিলেন হুমায়ুন কবির ৷
আজ একটি ভিডিও বার্তায় অভিষেকের উদ্দেশ্যে হুমায়ুন বলেন,’আপনার পিসি সরকারি অর্থে মন্দির করে বেড়াবেন, আর আমি মসজিদ করলে আপনার আপত্তি । আপনি সম্প্রীতির কথা বলছেন না ।’ তিনি বলেন,’আপনার পিসি রাজনীতি ছেড়ে ধর্মকর্ম নিয়ে থাকলে আমিও কথা দিচ্ছি যে আমিও শুধু মসজিদ নিয়ে থাকব এবং মুসলিমদের কল্যাণের জন্য কাজ করব ।’ তিনি এটাও শুনিয়ে দেন যে তার নতুন দলের দায়িত্ব কারোর উপর ছেড়ে দেবেন এবং ২০২৬ সালের বিধানসভার ভোটে তৃণমূলের বিরুদ্ধে তার দল লড়াই করবে ।
পাশাপাশি তিনি ফেসবুকের ভিডিও ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সম্পর্কে মন্তব্য করেছেন মসজিদ করতে হলে রাজনীতি ছেড়ে করুন। আমি তাঁকে বলতে চাই সাহস থাকলে আপনার পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কে আগে রাজনীতি ছাড়তে বলুন। কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসে জনগণের ট্যাক্সের টাকায় একের পর এক মন্দির তৈরি করছেন । তিনি জনসাধারণের ট্যাক্সের টাকায় মন্দির নির্মাণ করলে অপরাধ নয় আর আমি মুসলিম সমাজের মানুষের দানের টাকায় মসজিদ নির্মাণ করলে অপরাধ? এখান থেকে প্রমাণিত আপনারা কতটা মুসলিম বিরোধী,আগামী দিনে বাংলার সমস্ত মুসলিম আপনাদের যোগ্য জবাব দিয়ে দেবে।’।

