এইদিন ওয়েবডেস্ক,হায়দরাবাদ,২১ মে : হোয়াটসঅ্যাপে স্ত্রীকে তিন তালাক দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশ । তেলেঙ্গানার আদিলাবাদ টাউনের কেআরকে কলোনির ঘটনা । জেসমিন (২৮) নামে ওই বধূর অভিযোগের ভিত্তিতে তার স্বামী আবদুল আতিকের (৩২) বিরুদ্ধে পুলিশ মুসলিম মহিলা (বিবাহের অধিকার সুরক্ষা) আইন ২০১৯-এর ধারা ৪ আর/ডব্লিউ ৩-এর অধীনে আবদুলের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে বলে জানা গেছে । দম্পতির দুটি সন্তান রয়েছে । গত দুই বছর ধরে ওই দম্পতির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছিল বলে জানা গেছে ।
পুলিশ সূত্রে খবর,২০২৩ সালের ফেব্রুয়ারিতে জেসমিন তার স্বামী আবদুলের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন। মামলা গড়ায় আদালতে । আদালত বধূকে ভরণপোষণের নির্দেশ দেয় । কিন্তু আদালতের সেই নির্দেশ আবদুল ও তার পরিবার উপেক্ষা করে বলে অভিযোগ । এদিকে আব্দুল পুনরায় বিয়ে করেছে এবং পাশাপাশি প্রথম স্ত্রী জেসমিনকে হোয়াটসঅ্যাপ অডিও বার্তার মাধ্যমে তিন তালাক পাঠিয়ে দেয় বলে জানা গেছে।
উল্লেখ্য,২০১৯ সালের ২০ জুলাই তিন তালাক প্রথাকে বেআইনি এবং অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে পার্লামেন্টে । ওই বছর পয়লা আগস্ট থেকে তিন তালাক একটি শাস্তিযোগ্য অপরাধ । তারপরেও তিন তালাক যে রোখা যায়নি তেলেঙ্গানার আদিলাবাদ টাউনের কেআরকে কলোনির ঘটনা তার প্রমান ।।

