এইদিন ওয়েবডেস্ক,সাঙ্গারেডি,২৩ ফেব্রুয়ারী : ভয়াবহ পথ দূর্ঘটনায় মৃত্যু হল তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট নির্বাচনী এলাকার বিআরএস বিধায়ক জি লাস্য নন্দিতার (৩৩)। তার গাড়ি প্রবল গতিতে এসে ডিভাইডারে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । আজ শুক্রবার ভোরে দূর্ঘটনাটি ঘটেছে পাটাঞ্চেরুর কাছে আউটার রিং রোডে । দূর্ঘটনার জেরে নন্দিতার গাড়ির সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায় ।
দুর্ঘটনায় তার চালক ও পিএ গুরুতর আহত হয়েছেন। এর আগে গত ১৩ ফেব্রুয়ারী নরকেটপল্লীতে আরেকটি সড়ক দুর্ঘটনার মুখে পড়েছিলেন জি লাস্য নন্দিতা । তবে তখন তিনি
সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান । মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর জনসভায় যোগ দিতে নালগোন্ডা জেলার নরকেটপল্লীতে এই দুর্ঘটনাটি ঘটে । তবে বিধায়ক বেঁচে গেলেও হোম গার্ড জি কিশোরের মৃত্যু হয় ।
পাঁচবারের বিধায়ক জি সায়ান্নার মেয়ে নন্দিতা বিআরএস-এর সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন । তার বাবা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মারা যান । এরপর বাবার নির্বাচনী ক্ষেত্র থেকে নির্বাচিত হন নন্দিতা।।