মরতে কেন কর্জ নিলাম বৌয়ের কাছে হাজার দশ
এখন আমার দুচোখ বেয়ে পড়ছে জল টসটস।
দেবার সময় হাসি মুখে দিলো আমার হাতে তুলে
একেই বলে “আদর্শ বৌ” মিষ্টি কথায় গেলাম ভুলে।
সুদের হার শুনে আমার করছে মাথা বনবন
দেখছি চোখে সর্ষে ফুল করছে বুক টনটন।
পনেরো হাজার শোধ করলাম আরো নাকি আছে বাকি !
হৃদস্পন্দন বন্ধ আমার কোন ঠাকুরকে এখন ডাকি।
এমনি করেই বৌরা চালায় তেজারতি কারবার
না দিলেই জ্বলবে আগুন সংসার হবে ছারখার।
কোন ব্যাংকে এতো সুদ পারবে কি কেউ বলতে?
ভিটে মাটি চাটি হলো ক্ষমতা নাই চলতে ।
শোধ না দিলে এমনি করে মাজতে হবে বাসন
সকাল সন্ধ্যা মুখ ঝামটা রক্তচক্ষু শাসন।।