এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৫ জুন : তেহরিক- ই-তালিবান পাকিস্তানকে আত্মসমর্পণের শর্ত দিল ইসলামাবাদ । তালিবানের সাথে আলোচনার জন্য ইসলামাবাদ ওই গোষ্ঠীটিকে সম্পূর্ণ আত্মসমর্পণের শর্ত রেখেছে বলে সূত্রের খবর । জানা গেছে, ইসলামাবাদ আফগান তালিবানকে বলেছে যে গোষ্ঠীটি অস্ত্র ও আত্মসমর্পণ করার পরই তারা তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সঙ্গে আলোচনা করবে ।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারী সূত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন যে আমরা আর তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সাথে আলোচনার কথা চিন্তা করছি না ! আমরা আলোচনার সম্ভাবনা তখনই বিবেচনা করব যখন তেহরিক-ই-তালিবান আত্মসমর্পণ করবে এবং অস্ত্র জমা দেবে ! আমাদের এই প্রস্তাবটি অত্যন্ত স্পষ্ট ।’
সূত্রের খবর, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত কয়েক মাসে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের রক্তক্ষয়ী হামলার কারণে এই গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসতে চাইছে না ইসলামাবাদ । এদিকে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানের পর পাকিস্তানি তালিবানরা আফগানিস্তানে পালিয়ে ডুরান্ড লাইন এলাকায় ঘাঁটি গেড়েছে । এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে আফগান তালিবান ।।