এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ওয়াজিরিস্তান (পাকিস্থান),২১ ডিসেম্বর : পাকিস্তানের একটি থানা থেকে অস্ত্র লুট করে পালালো তেহরিক-ই- তালিবানের যোদ্ধারা । মঙ্গলবার ভোর রাত প্রায় ১ টা নাগাদ পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় একটি পুলিশ স্টেশনে হামলা চালায় তেহরিক-ই-তালিবানের প্রায় ৫০ জন সশস্ত্রবাহিনী । সেই সময় ২০ জনের মতো পুলিশ সদস্য ছিল থানায় । তালিবান যোদ্ধারা রকেট লঞ্চার আর গ্রেনেড দিয়ে থানায় মূল ফটক উড়িয়ে দেয় । পাকিস্থানের ফ্রন্টিয়ার কর্পস (এফসি) বাহিনী তাদের রোখার চেষ্টা করে । কিন্তু তারা ব্যার্থ হয় । তেহরিক-ই- তালিবানের যোদ্ধারা পুলিশকে পনবন্দি করে রেখে অস্ত্রসস্ত্র লুটপাট চালায় ।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ৮ টি একে-৪৭ রাইফেল লুট করে পুলিশের একটি ভ্যানে চেপে পালিয়ে গেছে । হামলার ঘটনায় ইলিয়াস নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন । তাঁকে চিকিৎসার জন্য ওয়ানা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । অন্যদিকে গোলাগুলিতে তেহরিক-ই- তালিবানের এক যোদ্ধা নিহত হয়েছেন । বাগিচা এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় ।
থানায় হামলা হওয়ার পর ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে ।
এক পুলিশ কর্মকর্তা বলেছেন,মঙ্গলবার পাকিস্তানের টাংক জেলার একটি জলাধার থেকে শিরশ্ছেদ করা দুটি দেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিরা কানাজাই গ্রামের বাসিন্দা। মৃতদেহগুলোর সঙ্গে একটি চিঠি পাওয়া গেছে। সেখানে লেখা ছিল,’এর মধ্য দিয়ে সবার প্রতি তালেবান বার্তা দিচ্ছে যে গুপ্তচরবৃত্তির পরিণতি হবে এমন মৃত্যু ।’।